বাংলাদেশ ও চীনের মধ্যে ৯ চুক্তি-এমওইউ স্বাক্ষর
Published: 28th, March 2025 GMT
বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চার দিনের চীন সফরের তৃতীয় দিন শুক্রবার (২৮ মার্চ) দুই দেশের মধ্যে এসব চুক্তি ও এমওইউ স্বাক্ষর করা হয়।
শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সমঝোতা স্মারকগুলোর মধ্যে আছে—দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।
এর পাশাপাশি প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচটি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সেগুলো হলো—বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিইএ পরিচালকের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লিনা রিকিলা তামাং। তিনি অস্ট্রেলিয়ান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৮ এপ্রিল) ঢাবি উপাচর্যের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরেন লিনা রিকিলা তামাং।
আরো পড়ুন:
শেরে বাংলাকে ‘সুপার স্টার মুসলিম জাতীয়তাবাদী` ঘোষণা
ঢাবিতে পরীক্ষা ছাড়াই শূন্যপদে নিয়োগের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইডিইএ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাবিতে গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ডেমোক্রেসি ল্যাব সম্পর্কে আইডিইএ এর পরিচালককে অবহিত করেন। একইসঙ্গে ঢাবির সঙ্গে এমওইউ করার আগ্রহকে উপাচার্য স্বাগত জানান।