যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সমঝোতা স্মারক স্বাক্ষর: খনিজ চুক্তির প্রথম ধাপ, বলল কিয়েভ
Published: 18th, April 2025 GMT
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ সমঝোতা স্মারককে একটি চূড়ান্ত খনিজ চুক্তি স্বাক্ষর হওয়ার প্রাথমিক ধাপ বলে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তির প্রস্তাবটি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। গত ফেব্রুয়ারিতে প্রাকৃতিক সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের জন্য দুই দেশের প্রস্তুতি থাকলেও ট্রাম্প এবং ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে হট্টগোল হওয়ার পর তা বিলম্বিত হয়।
বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের মুখ্য উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো লিখেছেন, ‘আমরা আমাদের মার্কিন সহযোগীর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিতে পেরে আনন্দিত।’
সভিরিদেঙ্কো আরও বলেন, বৃহস্পতিবারের সমঝোতা স্মারকটি একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর ও ইউক্রেনকে পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল গঠনের পথ প্রশস্ত করেছে।
ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্য হট্টগোল হওয়ার পর কিয়েভের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। অবশেষে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, খনিজ চুক্তিটি সেই প্রচেষ্টার অংশ।
ট্রাম্প বলেছেন, মূল চুক্তিটি আগামী সপ্তাহে স্বাক্ষর হতে পারে। তবে চুক্তিটি কবে নাগাদ স্বাক্ষর হতে পারে, এ ব্যাপারে ইউক্রেনীয় পক্ষ কোনো ইঙ্গিত দেয়নি।
যুক্তরাষ্ট্র নতুন ও আরও বিস্তৃত একটি চুক্তির প্রস্তাব দেওয়ার পর গত সপ্তাহের শেষের দিকে আলোচনার জন্য ইউক্রেনের একটি প্রতিনিধিদল ওয়াশিংটন সফর করে। প্রাথমিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়।
ট্রাম্প এমন একটি চুক্তির জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছেন, যা যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ওপর বিশেষাধিকার দেবে। একে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনের মেয়াদে ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার প্রতিদান হিসেবে বিবেচনা করছেন ট্রাম্প।
ওভাল অফিসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘আমরা এখনো বিস্তারিত নিয়ে কাজ করছি।’ আগামী শুক্রবার নাগাদ চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরের পর কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। আমাদের উদ্দেশ্যগুলো ইতিবাচক ও গঠনমূলক।’
জেলেনস্কি আরও বলেন, মার্কিন পক্ষ থেকে পূর্ণ চুক্তির আগে সমঝোতা স্মারকে স্বাক্ষর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন র র প রস ত হওয় র প র জন য সমঝ ত
এছাড়াও পড়ুন:
নোয়াখালীর চৌমুহনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তাঁরা চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিল বের করেন। সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুকে ঝটিকা মিছিলটি লাইভ প্রচার করেন। পরে সন্ধ্যা সাতটা পর্যন্ত বেগমগঞ্জ থানার পুলিশ মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন নেতা-কর্মীকে আটক করে।
ফেসবুকে প্রচার করা ভিডিও পর্যবেক্ষণ করে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে পৌনে চারটার দিকে উপজেলার চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি রেললাইনের পশ্চিম পাশের সড়ক দিয়ে রেলগেট হয়ে শহরের ব্যস্ততম ফেনী-চৌমুহনী মহাসড়কে ওঠে। মিছিলকারীদের হাতে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার ছিল। ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি মহাসড়কের প্রায় ২০০ গজ অতিক্রম করে শহরের হাসান সড়কের মাথায় গিয়ে শেষ হয়।
জানতে চাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন। প্রথম আলোকে তিনি বলেন, মিছিলকারীদের ধরতে অভিযান চলছে। তিনি নিজেই অভিযানে ব্যস্ত আছেন। এখন পর্যন্ত (সন্ধ্যা সাতটা) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই চিহ্নিত। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।