‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
Published: 21st, April 2025 GMT
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইমর ন
এছাড়াও পড়ুন:
মানুষের মস্তিস্কের বয়ঃসন্ধিকাল ৩০ বছর পর্যন্ত স্থায়ী হয়
জীবিত মানুষের মস্তিষ্ককালের পাঁচটি স্বতন্ত্র পর্যায় চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, মানুষের জীবনকালে তার মস্তিস্কে ৯,৩২, ৬৬ এবং ৮৩ বছর বয়সে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই গবেষণায় ৯০ বছর বয়স পর্যন্ত প্রায় চার হাজার মানুষের মস্তিষ্কের কোষের মধ্যে সংযোগ সনাক্ত করার জন্য স্ক্যান করা হয়েছিল।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন, মানুষের বয়স যখন ৩০ এর কোঠায় থাকে, তখন তাদের মস্তিষ্ক বয়ঃসন্ধিকালের পর্যায়ে থাকে। এই ফলাফলগুলো আমাদের বুঝতে সাহায্য করতে পারে কেন মানসিক স্বাস্থ্য ব্যাধি এবং ডিমেনশিয়ার ঝুঁকি জীবনজুড়ে পরিবর্তিত হয়।
গবেষণায় বলা হয়েছে, নতুন জ্ঞান এবং অভিজ্ঞতার প্রতিক্রিয়ায় মস্তিষ্ক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মসৃণভাবে ঘটে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মস্তিস্ক পাঁচটি পর্যায় অতিক্রম করে।
এই পর্যায়গুলো হচ্ছে-শৈশব, যা জন্ম থেকে নয় বছর বয়স পর্যন্ত। এরপর রয়েছে কৈশোর - যা নয় থেকে ৩২ বয়স্ক পর্যন্ত, প্রাপ্তবয়স্কতা - যা ৩২ থেকে ৬৬ বছর পর্যন্ত, প্রাথমিক বার্ধক্য - ৬৬ থেকে ৮৩ বছর পর্যন্ত, দেরীতে বার্ধক্য - ৮৩ বছর বয়সের পর থেকে মৃত্যু পর্যন্ত।
গবেষক দলের সদস্য ড. আলেক্সা মুসলি বলেছেন, “মস্তিষ্ক জীবদ্দশায় পুনঃসংযুক্ত হয়। এটি সবসময় সংযোগগুলোকে শক্তিশালী ও দুর্বল করে এবং এটি একটি স্থির প্যাটার্ন নয় - মস্তিষ্ক পুনর্নির্মাণের ওঠানামা এবং পর্যায় রয়েছে।”
গবেষণায় বলা হয়েছে, শৈশব হচ্ছে মস্তিস্কের প্রথম সময়কাল হল যখন এটি দ্রুত আকারে বৃদ্ধি পায়। কিন্তু জীবনের শুরুতে তৈরি মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংযোগের প্রাচুর্য থাকে, তবে এই সংযোগকে পাতলা করে দেয়। একে সিন্যাপ্স বলা হয়। এই পর্যায়ে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। এটি একটি শিশুর মতো কাজ করে যা একটি উদ্যানের চারপাশে ঘুরে বেড়ায়, তার যেখানে তার ইচ্ছা সেখানে যায়।
নয় বছর বয়স থেকে মস্তিস্কের কৈশোর পর্যায় শুরু হয়। ওই সময় মস্তিষ্কের সংযোগগুলো নির্মম দক্ষতার একটি সময়ের মধ্য দিয়ে যায় যখন এটি হঠাৎ করে পরিবর্তিত হয়। এটি সেই সময় যখন মানসিক স্বাস্থ্য ব্যাধি শুরু হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই পর্যায়টি ৩২ বছর বয়স পর্যন্ত অব্যাহত থাকে। এই পর্যায়টি মস্তিষ্কের একমাত্র সময়কাল যখন এর নিউরনের নেটওয়ার্ক আরো দক্ষ হয়ে ওঠে।
তৃতীয় পর্যায় হচ্ছে প্রাপ্তবয়স্কতা - যখন মস্তিষ্কের স্থিতিশীলতার সময় আসে। এই সময় এটি তার দীর্ঘতম যুগে প্রবেশ করে, যা তিন দশক স্থায়ী হয়। আগের পর্যায়টির তুলনায় এই সময়ে পরিবর্তন ধীর হয়, তবে এখানে আমরা মস্তিষ্কের দক্ষতার উন্নতি বিপরীত দিকে দেখতে পাই।
ড. মাউসিলি বলেন, এটি ‘বুদ্ধি এবং ব্যক্তিত্বের একটি মালভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ’ যা আমাদের অনেকেই প্রত্যক্ষ করেছেন বা অভিজ্ঞতা করেছেন।
প্রাথমিক বার্ধক্য ৬৬ বছর বয়সে শুরু হয়। তবে এটি এলোমেলা ও আকস্মিক পতন নয়। এই সময়ে মস্তিষ্কের সংযোগের ধরণে পরিবর্তন ঘটে। একটি সম্পূর্ণ মস্তিষ্ক হিসাবে সমন্বয় করার পরিবর্তে, অঙ্গটি ক্রমশ এমন অঞ্চলে বিভক্ত হয়ে যায় যা একসাথে শক্তভাবে কাজ করে - যেমন ব্যান্ড সদস্যরা তাদের নিজস্ব একক প্রকল্প শুরু করে। গবেষণায় সুস্থ মস্তিষ্কের দিকে নজর দেওয়া হলেও এই বয়সে ডিমেনশিয়া এবং উচ্চ রক্তচাপ দেখা দিতে শুরু করে।
মস্তিস্কে দেরিতে বার্ধক্য ৮৩ বছর বয়সে আসে এবং তখন এটি চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করে। গবেষণায় অংশগ্রহণকারী অন্যান্য গ্রুপের সদস্যের তুলনায় এখানে কম তথ্য রয়েছে। কারণ স্ক্যান করার জন্য সুস্থ মস্তিষ্ক খুঁজে বের করা আরো চ্যালেঞ্জিং ছিল। মস্তিষ্কের পরিবর্তনগুলো প্রাথমিক বার্ধক্যের মতোই, তবে আরো স্পষ্ট।
ঢাকা/শাহেদ