বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’

‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইমর ন

এছাড়াও পড়ুন:

ব্রিটিশ রাজা চার্লস নিজের ক্যানসার চিকিৎসা নিয়ে ‘সুখবর’ শোনালেন

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর ক্যানসারের চিকিৎসা নিয়ে একটি ‘সুখবর’ শুনিয়েছেন। ব্যক্তিগত ভিডিও বার্তায় রাজা জানান, একেবারে শুরুর দিকে রোগটি ধরা পড়া এবং ‘কার্যকর চিকিৎসা’ পাওয়ার কারণে আসছে বছরে তাঁর ক্যানসারের চিকিৎসা কমিয়ে আনা সম্ভব হচ্ছে। 

রাজা তৃতীয় চার্লসের এই ভিডিও বার্তা শুক্রবার রাতে চ্যানেল ফোর সম্প্রচার করেছে। চ্যানেলটির ‘স্ট্যান্ড আপ টু ক্যানসার’ প্রচারাভিযানের অংশ হিসেবে সপ্তাহ দুয়েক আগে রাজা চার্লস এ ভিডিও ধারণ করেন। 

আরও পড়ুনব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত০৫ ফেব্রুয়ারি ২০২৪

এতে রাজা চার্লস বলেন, ‘এ মাইলফলক আমার জন্য একটি আশীর্বাদ। সেই সঙ্গে ক্যানসার চিকিৎসায় যে অসাধারণ উন্নতি হয়েছে, তারও প্রমাণ।’ 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তাঁর চিকিৎসা প্রক্রিয়ায় এটাই সবচেয়ে বড় অগ্রগতির ঘোষণা। 

যদিও রাজা চার্লস কোন ক্যানসারে ভুগছেন, সেটা জানানো হয়নি। শুধু বলা হয়েছে, রাজার চিকিৎসা এবং তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ একই সঙ্গে চালু থাকবে। আর রাজা বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়াটা জীবন বাঁচায়।’ 

আরও পড়ুনযুক্তরাজ্যে প্রিন্স হ্যারি, ক্যানসার আক্রান্ত বাবার সঙ্গে এবার সাক্ষাৎ হবে কি০৮ সেপ্টেম্বর ২০২৫

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাজা চার্লসের ক্যানসার থেকে সেরে ওঠা ‘খুবই ইতিবাচক পর্যায়ে’ রয়েছে। চিকিৎসায় তিনি ‘অসাধারণ সাড়া’ দিয়েছেন। চিকিৎসকেরা এখন তাঁর চিকিৎসা প্রক্রিয়াকে ‘সতর্কতামূলক ধাপে’ নিয়ে যাচ্ছেন। 

তবে এটাও বলা হয়েছে, ৭৭ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন—সেটা এখনই বলা যাচ্ছে না।

ক্লারেন্স হাউসে সপ্তাহ দুয়েক আগে রাজা চার্লসের ভিডিওটি ধারণ করা হয়। চ্যানেল ফোরের ‘স্ট্যান্ড আপ টু ক্যানসার’ আয়োজনটি তহবিল সংগ্রহের জন্য ক্যানসার রিসার্চ ইউকের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি প্রকল্প।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া সফরের প্রথম দিন বিশ্রামে থাকছেন ক্যানসার আক্রান্ত রাজা চার্লস১৯ অক্টোবর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ