বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’

‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইমর ন

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লা মডেল থানা পুলিশ ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলো- ফতুল্লা মডেল থানার মুসলিনগর উত্তরপাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র শাহিন (৩৫) ও আব্দুর জব্বারের পুত্র রাজিব (২৫)।

বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ নয় (৯) বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম,সহকারী উপপরিদর্শক আবুল কালাম(১) ও আবুল কালাম (২) সঙ্গীয় ফোর্স নিয়ে মুসলিম নগর উত্তর পাড়াস্থ শাহিনের রিক্সার গ্যারেজের সামমের রাস্তায় অভিযান চালিয়ে নয় বোতল ফেনসিডিল সহ শাহিন ও রাজিব কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদ পেয়ে মুসলিমনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের কে নয় বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সম্পর্কিত নিবন্ধ