‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
Published: 21st, April 2025 GMT
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইমর ন
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
নারী বিগ ব্যাশ লিগ
হোবার্ট হারিকেন-মেলবোর্ন স্টারস
সরাসরি, দুপুর ২টা ১০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ২।
স্প্যানিশ লা লিগা
রায়ো ভায়েকানো-ভ্যালেন্সিয়া
সরাসরি, রাত ২টা;
ফ্যানকোড।
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল-চেলসি
হাইলাইটস, বেলা ১১টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১
টটেনহাম-ফুলহাম
হাইলাইটস, দুপুর ১২টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
হকি
জুনিয়র ওয়ার্ল্ড কাপ
সরাসরি, দুপুর ২টা ও বিকেল ৪টা ১৫ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
ঢাকা/আমিনুল