‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
Published: 21st, April 2025 GMT
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইমর ন
এছাড়াও পড়ুন:
১ সপ্তাহে ১৩ সেঞ্চুরি: আইপিএল নিলামের আগে চার–ছক্কার মহড়া
শুরুটা করেছিলেন উর্বিল প্যাটেল। ব্যস, এরপর যেন বাঁধ ভেঙে গেল! ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এখন রোজই কেউ না কেউ ব্যাট হাতে বেধড়ক পেটাচ্ছেন বোলারদের।
কখনো অভিষেক শর্মার ব্যাটে ঝড় উঠছে, কখনোবা তাণ্ডব চালাচ্ছেন কিশোর বৈভব সূর্যবংশী। এমনকি নিজেকে প্রমাণের অপেক্ষায় থাকা সরফরাজ খান কিংবা অভিমন্যু ঈশ্বরনরাও পিছিয়ে নেই। সবাই যেন পাল্লা দিয়ে বোলারদের সীমানার ওপারে আছড়ে ফেলছেন।
ভারতের ক্রিকেটারদের কাছে সৈয়দ মুশতাক আলী ট্রফি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি আইপিএলের টিকিট পাওয়ার বড় মঞ্চ। এখানে নজরকাড়া কিছু করতে পারলেই নিলামে দল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ।
চেন্নাইয়ের জার্সিতে উর্বিল প্যাটেল