‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
Published: 21st, April 2025 GMT
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইমর ন
এছাড়াও পড়ুন:
জামাল খাসোগি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাম্পের প্রতি আহ্বান স্ত্রী হানানের
সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান আলআতর খাসোগি তাঁর স্বামী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাঁর স্বামীর হত্যাকাণ্ড নিয়ে যুবরাজ কিছুই জানেন না বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তা শুনে তিনি হতাশ হয়েছেন।
সিএনএন, সিবিএস নিউজসহ কয়েকটি মার্কিন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হানান আলআতার এ কথা বলেন। তিনি বলেন, ‘জামালকে হারানোর পর আমার জীবনে সব শেষ হয়ে গেছে। শুধু আমার ভালোবাসার মানুষকেই নয়, আমি হারিয়েছি আমার জীবিকা, আমার ব্যক্তিগত নিরাপত্তা এবং আমার বৃহত্তর পরিবারের সঙ্গে যোগাযোগ। কখনো কখনো বাতাসে চুরুটের গন্ধ ভেসে এলে আমার তাঁর কথা মনে পড়ে, আর একমুহূর্তের জন্য আমি বিশ্বাস করি, তিনি এখনো বেঁচে আছেন।’
হানান আলআতর বলেন, ‘আমি চাই পৃথিবী জানুক, জামাল কেবল একজন সাংবাদিক ছিলেন না। তিনি ছিলেন আমার প্রিয় স্বামী, চার সন্তানের গর্বিত বাবা, আর তিন নাতির স্নেহের দাদা। পরিবারই ছিল তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই গুণটিই ২০০৯ সালে আমাদের প্রথম সাক্ষাতে আমাকে তাঁর প্রতি আকৃষ্ট করেছিল। তারপর বছরের পর বছর ধরে আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং আমরা আরব বিশ্বের পরিবার ও সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করতাম।’
সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান আলআতর খাসোগি