‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
Published: 21st, April 2025 GMT
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইমর ন
এছাড়াও পড়ুন:
কুমিল্লা-৬: বিএনপির ২ পক্ষের কর্মসূচি ঘিরে পুলিশ মোতায়েন
কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ও মনোনয়নপ্রত্যাশী দুই নেতার পক্ষে একই স্থানে সমাবেশ ডাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে পাশাপাশি স্থানে মঞ্চ ও প্যান্ডেল তৈরি পরিস্থিতি আরো জটিল করে তুলেছে।
এ অবস্থায় সংঘাতের আশঙ্কায় এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে দুই পক্ষকে আলাদাভাবে মাঠের বাইরে গিয়ে সমাবেশ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি টাউন হলের মূল ফটক ও আশেপাশের এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন।
আরো পড়ুন:
দলের সদস্যপদ ফিরে পেলেন বিএনপি নেতা আছাদ মাতুব্বর
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল
গত ৩ নভেম্বর কুমিল্লা–৬ আসনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই মনোনয়নপ্রত্যাশী আমিন-উর-রশিদ ইয়াছিনের সমর্থকরা টানা ১২দিন ধরে কর্মসূচি পালন করে আসছেন।
বৃহস্পতিাবার (২০ নভেম্বরের) কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের অবস্থান আরো কঠোর হয়েছে। আজ সকাল থেকে টাউন মাঠে প্রবেশের মূল ফটক বন্ধ করে সমাবেশের সব কার্যক্রম নিষিদ্ধ করে সাধারণ মানুষকে মাঠে প্রবেশ নিষিদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৯ নভেম্বর) মাঠ ঘুরে দেখা যায়, কুমিল্লা সদর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন গ্রুপ মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা আয়োজনে কাজ করছে। অন্যদিকে, কুমিল্লা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর গ্রুপ মাঠের বিপরীত পাশে আলাদা মঞ্চ নির্মাণে ব্যস্ত এবং নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”
তিনি বলেন, “দুই পক্ষকেই আমরা পৃথক সময়ে বা পৃথক ভেন্যুতে কর্মসূচি করার প্রস্তাব দিয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”
ঢাকা/রুবেল/মাসুদ