টানা বৃষ্টিতে আরও মোহনীয় সিলেটের সাদা পাথর, বেড়েছে পর্যটক
Published: 4th, May 2025 GMT
যত দূর চোখ যায় শুধু পাথর আর পাথর। ছোট, মাঝারি, বড়—নানা আকারের পাথর। অধিকাংশই সাদা। তবে কালো ও ধূসর পাথরও চোখে পড়ে। সেই পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র স্রোতের স্ফটিক স্বচ্ছ পানি। সীমান্তের ওপারে সারি সারি পাহাড় থেকে কলকল শব্দে পানি এঁকেবেঁকে এপারের ধলাই নদে এসে মিশছে।
দৃষ্টিনন্দন এই স্থানটির অবস্থান সিলেটের সীমান্তঘেঁষা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার কাছে। নৈসর্গিক স্থানটি ‘সাদা পাথর’ নামে পরিচিত। ভারত অংশে সবুজে আচ্ছাদিত সারি সারি পাহাড় আর আকাশে মেঘের খেলা। বাংলাদেশ অংশে ‘পানির মধ্যে পাথরের বিছানা’ খ্যাত সাদা পাথরের ওপর দিয়ে প্রবাহিত স্বচ্ছ শীতল পানিতে গা ভাসিয়ে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা।
মূলত বর্ষাকালেই সাদা পাথর ভ্রমণের উপযুক্ত সময়। তবে সম্প্রতি টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল নামায় বর্ষার আগেই সাদা পাথর যেন পূর্ণ যৌবনে পৌঁছেছে। গেল বর্ষার পর এ সময়ে সাদা পাথরের সৌন্দর্য আরও মোহনীয় ও অপূর্ব হয়ে উঠেছে। ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়ায় কয়েক দিন ধরে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে। মহান মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের প্রচুর ভিড় দেখা গেছে।
ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে মূল পর্যটনকেন্দ্র সাদা পাথরে যেতে হয়। জনপ্রতি ভাড়া পড়ে ১০০ টাকা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ যাবে, থাকছে রাতে থাকার সুযোগ
বঙ্গোপসাগরের বুকে নীলজলের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকেরা। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। রাতে থাকার সুযোগও থাকছে। তবে দৈনিক দুই হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না।
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল সাতটায় জাহাজ ছেড়ে যাবে। পরের দিন বেলা তিনটায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকদের ভ্রমণের জন্য সাতটি জাহাজ প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুনপর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন২৯ অক্টোবর ২০২৫সরকারি ঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর থেকে পর্যটকদের ভ্রমণের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হয়। তবে রাতে থাকার ব্যবস্থা না থাকায় এখন পর্যন্ত একজন পর্যটকও দ্বীপ ভ্রমণে যাননি। জাহাজ চলাচল বন্ধ থাকায় আগামী আট দিনেও কোনো পর্যটকের দ্বীপ ভ্রমণের সুযোগ নেই।
সেন্ট মার্টিন রুটে চলাচলকারী একটি জাহাজ