‘দিপু–টুশি হাইজিন অভিযান’ কমিকের মোড়ক উন্মোচন করল হারপিক
Published: 21st, November 2025 GMT
বিশ্ব টয়লেট দিবস–২০২৫ উপলক্ষে শিশু–কিশোরদের জন্য নতুন একটি কমিক বইয়ের মোড়ক উন্মোচন করেছে হারপিক। ‘দিপু-টুশি হাইজিন অভিযান’ বইটির মাধ্যমে আনন্দময় ও মজার কৌশলে শিশুরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সহজেই শিখতে পারবে। বইটির পাশাপাশি সারা দেশের শিশুদের স্বাস্থ্যবিধির গুরুত্ব সহজ ও আকর্ষণীয়ভাবে শেখাতে একই নামে ডিজিটাল কার্টুন সিরিজও প্রকাশ করেছে হারপিক।
রাজধানীর লেকশোর হাইটস হোটেলে বিশেষ একটি আয়োজনে এই মোড়ক উন্মোচন করে হারপিক। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ স্যানিটেশন ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে ‘বিশ্ব টয়লেট দিবস ও স্যানিটেশন কর্মী’ বিষয়ে মূল বক্তব্য দেন আব্দুল্লাহ আল মূঈদ। তিনি জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটেশন কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা, এসডিজি–বিষয়ক স্যানিটেশনের চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলেন। এ ছাড়া করপোরেটদের এই সেক্টরের ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, ‘টয়লেট শুধু প্রয়োজনে ব্যবহারের জন্যই নয় বরং এটি স্বাস্থ্য, সুরক্ষা ও পরিচ্ছন্নতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা।’
পরবর্তী পর্যায়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম শামসুল আলম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো.
অনুষ্ঠানে হারপিক বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে স্যানিটেশন কর্মী এবং তাঁদের পরিবারের কল্যাণে আরও সক্রিয় হওয়ার ঘোষণা দেয়। এর পাশাপাশি সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে দুই হাজার পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষাংশে হারপিক বাংলাদেশের গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়, যেখানে দেশের সামগ্রিক পরিচ্ছন্নতা ও স্যানিটেশনের মান উন্নয়নে ব্র্যান্ডের অটুট অঙ্গীকার তুলে ধরা হয়।
রেকিট বেনকিজারের (বাংলাদেশ) হেড অব মার্কেটিং সাবরিন মারুফ বলেন, ‘বিশ্ব টয়লেট দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্যানিটেশন একটি মৌলিক মানবাধিকার। হারপিক গ্রামাঞ্চলে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়ে হাইজিন শিক্ষা কর্মসূচি, স্যানিটেশন কর্মীদের সহায়তা ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে অবদান রাখতে পেরে গর্বিত। জনস্বাস্থ্য উন্নয়নে আমরা ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে যাব।’
বিশ্ব টয়লেট দিবস প্রতিবছরের ১৯ নভেম্বর পালিত হয়। দিবসটির লক্ষ্য বিশ্বব্যাপী নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৬)–২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা—বাস্তবায়নে সহযোগিতা করা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন ব যবস থ র জন য উদ য গ সরক র
এছাড়াও পড়ুন:
দারুণ জয়ে ক্রিকেট কার্নিভালের কোয়ার্টার ফাইনালে ওয়ালটন
দারুণ এক জয়ে ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ওয়ালটন। প্রতিযোগিতার প্রথম দিনে শুক্রবার (২১ নভেম্বর) নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনের খেলায় অনলাইন টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজকে ৮ রানে হারিয়েছে টিম ওয়ালটন। শনিবার (২২ নভেম্বর) সকালে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ফ্যাশন ব্র্যান্ড আর্টিজান।
বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে সহজের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ৬ ওভারে ৮৫ রান তোলে ওয়ালটন। তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন রাকিব। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে তিনটি বিশাল ছক্কায় অধিনায়ক মামুন করেন অপরাজিত ২৩ রান। শেষ ওভারে নেমে দুই ছক্কায় জনি তোলেন ১২ রান।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
বিকেএসপিতে যুবদের আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন
৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তুলতে সমর্থ হয় সহজ। ওয়ালটনের পক্ষে একটি করে উইকেট নেন নাজেল ও শাকিল। শেষ ওভারে সহজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রানের। দারুণ বোলিংয়ে একটি উইকেটসহ মাত্র ৮ রান দিয়ে ওয়ালটনের জয় নিশ্চিত করেন শাকিল।
উল্লেখ্য, দেশের ১৬টি করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্রিকেট কার্নিভাল ২০২৫’। নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনে দলগুলো একটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পার হয়ে ফাইনালে খেলতে পারবে। টেপ টেনিস বলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হচ্ছে ৬ ওভারের। প্রতিটি দলে ৯ জন করে খেলার সুযোগ পাচ্ছেন। মোট ৫ জন ক্রিকেটার বল করতে পারছেন। তাদের মধ্যে একজন ২ ওভার বাকিরা ১ ওভার করে বোলিংয়ের সুযোগ পাচ্ছেন।
এর আগের মাসে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ান হয়েছিলো ওয়ালটন। এবার ’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ান হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ালটন করপোরেট ক্রিকেট টিম।
ওয়ালটন করপোরেট ক্রিকেট টিমের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মো. নজরুল ইসলাম সরকার, অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন এবং টিম ম্যানেজার জোহেব আহমেদ। টিম ওয়ালটনের ১১ সদস্য হলেন: আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), মো. সাজ্জাদ হোসেন (উইকেটরক্ষক), মিলটন, রনভী, সাহেল, নাজেল, নিক্সন, রফিক, রকিব, জহিরুল এবং রাকিব।
ঢাকা/অগাস্টিন/ইয়াসিন