পাকিস্তান দাবি করেছে, তারা ভারত-শাসিত কাশ্মীর সীমান্তে কার্যত ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ বলেছেন, “আমরা কার্যত সীমান্তে তাদের (ভারতীয়) সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছি।”

আরো পড়ুন:

ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের

১৫ শহরে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি ভারতের

গত বুধবার ভোরে পাঞ্জাব ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে দিল্লির ভয়াবহ আক্রমণের পর ইসলামাবাদ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান এবং আরো কয়েক ডজন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানের এই দাবির বিষয়ে নয়াদিল্লি কোনো মন্তব্য করেনি।

তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিবর্ষণে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা/কাওছার/এস

সম্পর্কিত নিবন্ধ