পাকিস্তান দাবি করেছে, তারা ভারত-শাসিত কাশ্মীর সীমান্তে কার্যত ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ বলেছেন, “আমরা কার্যত সীমান্তে তাদের (ভারতীয়) সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছি।”

আরো পড়ুন:

ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের

১৫ শহরে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি ভারতের

গত বুধবার ভোরে পাঞ্জাব ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে দিল্লির ভয়াবহ আক্রমণের পর ইসলামাবাদ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান এবং আরো কয়েক ডজন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানের এই দাবির বিষয়ে নয়াদিল্লি কোনো মন্তব্য করেনি।

তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিবর্ষণে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাভারে অবৈধ ছয় ইটভাটার কার্যক্রম বন্ধ, জরিমানা ৬ লাখ

ঢাকার সাভারে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে একটি ইটভাটাকে ছয় লাখ টাকা আর্থিক জরিমানাসহ মোট ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। 

এসময় ভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করাসহ ও বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। 

বুধবার (৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহি মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষণের কারণে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের কারণে বায়ু ও পরিবেশ দূষণ হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। তারই অংশ হিসেবে সাভারের শিমুলিয়া এলাকার ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ওই এলাকার ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধসহ প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করা হয়েছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, “সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড এলাকা ঘোষণার পরিপ্রেক্ষিতে এই উপজেলায় বৈধ অবৈধ কোনো ইটভাটাই থাকবে না। বায়ু দূষণের কোনো কিছু থাকবে না। এরই পরিপ্রেক্ষিতে আশুলিয়াতে অভিযান পরিচালনা করছি। আমরা জানতে পেরেছি, এইখানে ৬-৭টি ইটভাটা রয়েছে। আজকের দিনের কার্যক্রমে চেষ্টা থাকবে সবগুলো ধ্বংস করা।” 

তিনি আরো বলেন, “আমরা এখানে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁচা ইট তৈরির প্রমাণ পেয়েছি। তারা কার্যক্রম পরিচালনা করছে পেয়েছি, এজন্যই কার্যক্রম বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। চিমনি ধ্বংস করা হয়েছে। জরিমানা করা হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে কারাদণ্ড ও জরিমানা করার সুযোগ আছে। এটি চলমান থাকবে।”

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত নিবন্ধ