ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে অভিনয়ে যাত্রা শুরু করে অল্প সময়েই দর্শকের মন জয় করেছেন। দীর্ঘ বিরতির পর আবারো আলোচনায় এই অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার, নতুন কাজ এবং বিরতির কারণ নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা।
তিশা বলেন, “আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী—আমার কাছে গল্পটা ভালো লাগলেই কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ—যেখানেই হোক না কেন। আমি আগে কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু ভালো গল্প পেলে সেটাও করতে চাই।”
আরো পড়ুন:
গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক: তানজিন তিশা
কোটির ঘরে ১০০ নাটক!
বিরতির বিষয়ে তিশা বলেন, “একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, এই বিরতিটা দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত।”
নতুন কাজের বিষয়ে তানজিন তিশা বলেন, “একটা বড় ও ভালো কাজ করতে যাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আমার টিম ছাড়া কিছু প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।”
নিজের অবস্থান সম্পর্কে তিশা বলেন, “ভালো কাজ দিয়েই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই। তাই ভবিষ্যতেও ভালো কাজের মধ্যেই থাকতে চাই। কাজটা শেষ হলে বিস্তারিত জানাব।”
প্রসঙ্গত, দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে শাকিব খান ও তানজিন তিশার জুটি। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে ভক্তদের মধ্যে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল দুটো ফ্ল্যাট বেচে দিলেন অমিতাভ
মুম্বাইয়ের দুটো বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। মোটা অঙ্কের লাভে ফ্ল্যাট দুটো বিক্রি করেছেন বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সিআরই ম্যাট্রিক্সের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের গোরগাঁওয়ের ওবেরয় এক্সকুইজিটের ৪৭ তলায় অবস্থিত অমিতাভের ফ্ল্যাট দুটো। ২০১২ সালে ৮.১২ কোটি রুপিতে কিনেছিলেন এই বরেণ্য অভিনেতা। ১৩ বছর পরে প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপি অর্থাৎ ১২ কোটি রুপিতে বিক্রি করলেন। এতে ৪৭ শতাংশ লাভ হয়েছে ‘শোলে’ তারকার। দুটো ফ্ল্যাটে চারটি পার্কিং সুবিধা রয়েছে।
আরো পড়ুন:
নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রের মাকে কতটা জানেন?
বিতর্কিত ‘দ্য তাজ স্টোরি’ কত টাকা আয় করেছে?
তথ্য অনুযায়ী, প্রথম ফ্ল্যাটটির আয়তন ১ হাজার ৮২০ বর্গফুট। এটি ৬ কোটি রুপিতে কিনেছেন আশা ঈশ্বর শুক্লা। এই লেনদেনে ৩০ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি অন্তর্ভুক্ত ছিল। ফ্ল্যাটটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় গত ৩১ অক্টোবর। এর পরের দিন দ্বিতীয় ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন রিয়েল এস্টেটে বিনিয়োগে বিশেষভাবে আগ্রহী। প্রায়ই তারা কেনা-বেচা করে থাকেন। চলতি বছরের জানুয়ারিতে অমিতাভ অন্ধেরির ‘দ্য আটলান্টিস’-এ অবস্থিত ৫ হাজার ১৮৫ বর্গফুটের একটি ডুপ্লেক্স ৮৩ কোটি রুপিতে বিক্রি করেন।
একই বছরের মে মাসে অযোধ্যায় ৪০ কোটি রুপি ব্যয়ে নতুন একটি সম্পত্তি কেনেন। এর ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন ১ হাজার ৫০০ কোটি রুপিরও বেশি। এ বছর বচ্চন আরো ১০ কোটি রুপি বিনিয়োগ করেছেন বলিউড প্রযোজক আনন্দ পণ্ডিতের মালিকানাধীন একটি রিয়েল এস্টেট কোম্পানিতে।
ঢাকা/শান্ত