অ্যাশেজের প্রথম টেস্টে বড় চমক: লাবুশেন ফিরলেন, নতুন মুখ তিন
Published: 5th, November 2025 GMT
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন মার্নাস লাবুশেন। আর প্রথমবারের মতো অ্যাশেজ স্কোয়াডে ডাক পেয়েছেন জেক ওয়েদারেল্ড, শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট। পার্থে আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দেখা যেতে পারে কয়েকটি নতুন মুখের অভিষেক।
তবে বাদ পড়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ছয় ইনিংসে মোটে ৫০ রান করেছিলেন। তার জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে ৩১ বছর বয়সী ওয়েদারেল্ডকে। যিনি তাসমানিয়ার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। বিকল্প হিসেবে বিবেচনায় আছেন লাবুশেনও। যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাদ পড়েছিলেন। তবে নতুন মৌসুমে শেফিল্ড শিল্ডে অসাধারণ সূচনা করেছেন।
আরো পড়ুন:
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল
লরা উলভার্ট: হিমালয়ের চূড়ায় এক নিঃসঙ্গ শেরপা
এদিকে, নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে থাকছেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। দলে জায়গা হয়নি অলরাউন্ডার মিচেল মার্শ ও ইংল্যান্ডে জন্ম নেওয়া ম্যাট রেনশয়ের।
বল হাতে তিন সিমারের সম্ভাব্য কম্বিনেশনে থাকছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “এই স্কোয়াড আমাদের দলে ভালো ভারসাম্য এনে দিয়েছে। নির্বাচিত ১৪ জন আগামী শেফিল্ড শিল্ড রাউন্ডে খেলছেন। তাই প্রথম টেস্টের আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংগ্রহ করতে পারব।”
তবে দলের চিন্তার জায়গা ক্যামেরন গ্রিনের ফিটনেস। পুরোপুরি সেরে না ওঠায় তিনি হয়তো বোলিং করতে পারবেন না প্রথম টেস্টে। এ অবস্থায় বেউ ওয়েবস্টার ছয় নম্বরে জায়গা ধরে রাখতে পারেন। আর গ্রিন থাকবেন তিনে। তবে যদি গ্রিন বোলিংয়ের জন্য প্রস্তুত হন, তাহলে ওয়েদারেল্ড ওপেন করলে লাবুশেন জায়গা পেতে পারেন মিডল অর্ডারে।
অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ টেস্ট স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারেল্ড ও বেউ ওয়েবস্টার।
অ্যাশেজ ২০২৫-২৬ সূচি (অস্ট্রেলিয়া):
প্রথম টেস্ট: ২১-২৫ নভেম্বর – অপটাস স্টেডিয়াম, পার্থ।
দ্বিতীয় টেস্ট (ডে/নাইট): ৪–৮ ডিসেম্বর – দ্য গাবা, ব্রিসবেন।
তৃতীয় টেস্ট: ১৭-২১ ডিসেম্বর – অ্যাডিলেড ওভাল।
চতুর্থ টেস্ট: ২৫-২৯ ডিসেম্বর – মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
পঞ্চম টেস্ট: ৪-৮ জানুয়ারি – সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
এই স্কোয়াডে অভিজ্ঞতা ও নতুনদের মিশেল অস্ট্রেলিয়ার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিশেষ করে যখন তারা ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে মর্যাদার অ্যাশেজ ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রথম ট স ট র প রথম র উন ড
এছাড়াও পড়ুন:
অ্যাশেজের প্রথম টেস্টে বড় চমক: লাবুশেন ফিরলেন, নতুন মুখ তিন
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন মার্নাস লাবুশেন। আর প্রথমবারের মতো অ্যাশেজ স্কোয়াডে ডাক পেয়েছেন জেক ওয়েদারেল্ড, শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট। পার্থে আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দেখা যেতে পারে কয়েকটি নতুন মুখের অভিষেক।
তবে বাদ পড়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ছয় ইনিংসে মোটে ৫০ রান করেছিলেন। তার জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে ৩১ বছর বয়সী ওয়েদারেল্ডকে। যিনি তাসমানিয়ার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। বিকল্প হিসেবে বিবেচনায় আছেন লাবুশেনও। যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাদ পড়েছিলেন। তবে নতুন মৌসুমে শেফিল্ড শিল্ডে অসাধারণ সূচনা করেছেন।
আরো পড়ুন:
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল
লরা উলভার্ট: হিমালয়ের চূড়ায় এক নিঃসঙ্গ শেরপা
এদিকে, নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে থাকছেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। দলে জায়গা হয়নি অলরাউন্ডার মিচেল মার্শ ও ইংল্যান্ডে জন্ম নেওয়া ম্যাট রেনশয়ের।
বল হাতে তিন সিমারের সম্ভাব্য কম্বিনেশনে থাকছেন জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “এই স্কোয়াড আমাদের দলে ভালো ভারসাম্য এনে দিয়েছে। নির্বাচিত ১৪ জন আগামী শেফিল্ড শিল্ড রাউন্ডে খেলছেন। তাই প্রথম টেস্টের আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংগ্রহ করতে পারব।”
তবে দলের চিন্তার জায়গা ক্যামেরন গ্রিনের ফিটনেস। পুরোপুরি সেরে না ওঠায় তিনি হয়তো বোলিং করতে পারবেন না প্রথম টেস্টে। এ অবস্থায় বেউ ওয়েবস্টার ছয় নম্বরে জায়গা ধরে রাখতে পারেন। আর গ্রিন থাকবেন তিনে। তবে যদি গ্রিন বোলিংয়ের জন্য প্রস্তুত হন, তাহলে ওয়েদারেল্ড ওপেন করলে লাবুশেন জায়গা পেতে পারেন মিডল অর্ডারে।
অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ টেস্ট স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারেল্ড ও বেউ ওয়েবস্টার।
অ্যাশেজ ২০২৫-২৬ সূচি (অস্ট্রেলিয়া):
প্রথম টেস্ট: ২১-২৫ নভেম্বর – অপটাস স্টেডিয়াম, পার্থ।
দ্বিতীয় টেস্ট (ডে/নাইট): ৪–৮ ডিসেম্বর – দ্য গাবা, ব্রিসবেন।
তৃতীয় টেস্ট: ১৭-২১ ডিসেম্বর – অ্যাডিলেড ওভাল।
চতুর্থ টেস্ট: ২৫-২৯ ডিসেম্বর – মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
পঞ্চম টেস্ট: ৪-৮ জানুয়ারি – সিডনি ক্রিকেট গ্রাউন্ড।
এই স্কোয়াডে অভিজ্ঞতা ও নতুনদের মিশেল অস্ট্রেলিয়ার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিশেষ করে যখন তারা ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে মর্যাদার অ্যাশেজ ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে।
ঢাকা/আমিনুল