অস্ত্রোপচারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসাবিদ্যার নীতি ও নৈতিকতা মেনে চলতে হবে। তাই এসব ক্ষেত্রে চিকিৎসকদের সতর্ক হতে হবে। জেনেবুঝে অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের আগে রোগীর পরিবারকে বারবার কাউন্সেলিং করা দরকার। কোনো চিকিৎসক যদি অন্যায় করেন, এর দায়দায়িত্ব তাঁকে নিতে হবে।

‘নিরাপদ হাতে সফল পরিণতি, নারীদের অস্ত্রোপচারে আঘাত দূরে রাখি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথাগুলো বলেন। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

আজ বুধবার চট্টগ্রাম নগরের এস এস খালেদ সড়কের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মেজবান হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। রেনাটা পিএলসির সহযোগিতায় সেমিনারে অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় তিন হাজারের বেশি চিকিৎসক অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমর ফারুক ইউসুফ বলেন, ‘আমরা (চিকিৎসক) প্রায়ই জীবনে অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক ঘটনার মুখোমুখি হই। আপনারা অনেকেই নিজের জীবনে এমন অভিজ্ঞতা পেয়েছেন নিশ্চয়ই। চিকিৎসা পেশায় এসব ঘটনার মুখোমুখি হওয়া প্রায় অনিবার্য।’

উপাচার্য ওমর ফারুক ইউসুফ বলেন, যদি কারও মৌলিক অভিজ্ঞতা থাকে, তবে ইনজুরি শনাক্ত করা ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া সহজ হয়। অস্ত্রোপচারের আগে রোগীর পরিবারকে কাউন্সেলিং করা দরকার।

উপাচার্য তরুণ সার্জনদের উদ্দেশে বলেন, ‘পেশাগত জীবনে সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন। এখনকার যুগে সোশ্যাল মিডিয়ায় অনেক ভ্রান্ত তথ্য ছড়ায়, তাই দ্বিগুণ সতর্কতা দরকার। সব সময় অপারেশনের আগে রোগীর অবস্থা ভালোভাবে রিভিউ (পর্যালোচনা) করুন। আপনি হয়তো ১০০ বার একই অপারেশন করেছেন, কিন্তু প্রতিবারই আলাদা ঝুঁকি থাকে। যদি কখনো ইনজুরি হয়—মনে রাখবেন, এটা ইচ্ছাকৃত নয়; বরং একটি দুর্ঘটনা। যে সার্জনের কোনো জটিলতা নেই, সে–ই সেই সার্জন, যে কখনো অপারেশনই করে না। তাই জটিলতা আসবেই, কিন্তু লজ্জা না পেয়ে সাহায্য চাইতে হবে।’

সেমিনারে সম্মানিত অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আগের তুলনায় এখন অনেক বেশি তৎপর। বেশ কয়েকজন চিকিৎসক শাস্তি পেয়েছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে চরম অবহেলার কারণে তাঁরা এই শাস্তি পেয়েছেন। চিকিৎসকদের মনে রাখতে হবে, সবাইকে একদিন রোগী হতে হবে। একজন চিকিৎসকের কাছ থেকে রোগীরা মানবিকতা আশা করেন।

সেমিনারে আগত অতিথি ও চিকিৎসকেরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক উন স ল চ ক ৎসক দরক র

এছাড়াও পড়ুন:

সুদানে কিন্ডারগার্টেনে ড্রোন হামলা, ৩৩ শিশুসহ নিহত ৫০

সুদানের দক্ষিণ করদোফান অঞ্চলে একটি কিন্ডারগার্টেনে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ৩৩ শিশুসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। 

রবিবার (৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

চলমান গৃহযুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) বৃহস্পতিবারের এই হামলার জন্য অভিযুক্ত করেছে সুদানের চিকিৎসকদের সংগঠন ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’ ও সেনাবাহিনী। তবে এ বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি।

উল্টো আরএসএফ অভিযোগ করেছে, শুক্রবার সেনাবাহিনী দারফুর অঞ্চলের চাঁদ সীমান্তবর্তী আদ্রে ক্রসিং এলাকার একটি জ্বালানি ডিপো ও বাজারে ড্রোন হামলা চালিয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আরএসএফের ক্ষমতা দ্বন্দ্ব থেকে শুরু হওয়া সংঘাতে সুদান বিধ্বস্ত।

সেনাবাহিনী সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ড্রোন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র কিন্ডারগার্টেনে আঘাত হানে। আহতদের সাহায্য করতে আসা সাধারণ মানুষ ও চিকিৎসকদের ওপরও হামলা হয়।

কালোগির হামলার পর ইউনিসেফের মুখপাত্র শেলডন ইয়েট বলেন, “স্কুলে শিশুদের হত্যা শিশুদের অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ ঘটনা। কোনো সংঘাতের মূল্য কখনোই শিশুদের দিয়ে চুকানো উচিত নয়।” 

তিনি সব পক্ষকে অবিলম্বে এসব হামলা বন্ধ করতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে নিরাপদ, বাধাহীন প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানান।

আরএসএফ দাবি করেছে, আদ্রে সীমান্ত ক্রসিংটি মানবিক সহায়তা ও পণ্য পরিবহনে ব্যবহৃত হওয়ায় সেনাবাহিনী সেখানে হামলা চালিয়েছে।

দেশটির রাজধানী খার্তুম ও দারফুরের মাঝামাঝি থাকা উত্তর, দক্ষিণ ও পশ্চিম করদোফান মিলে গঠিত অঞ্চলটি গৃহযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন। প্রায় ৮০ লাখ জনসংখ্যার এই করদোফান এলাকায় সেনাবাহিনী দারফুরের দিকে অগ্রসর হওয়ায় লড়াই আরো তীব্র হয়েছে।

ঢাকা/ইভা   

সম্পর্কিত নিবন্ধ

  • সুদানে কিন্ডারগার্টেনে ড্রোন হামলা, ৩৩ শিশুসহ নিহত ৫০
  • খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হবে রাতে 
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে
  • খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যারা
  • খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেনের মা সিসিইউতে
  • খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় কাতার