১২ বারের চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম নিউজিল্যান্ড জয়
Published: 5th, November 2025 GMT
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল নিউজিল্যান্ড দল। কিন্তু পুরো শক্তির দল তারা পায়নি। কেইন উইলিয়ামসন টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। চোটের কারণে ওপেনার ফিন অ্যালেন, উইকেটকিপার ব্যাটসম্যান টিম সাইফার্ট ও পেসার লকি ফার্গুসনও নেই দলে। তাই বলে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র এ মার্ক চাপম্যানদের নিউজিল্যান্ড ১৬৪ রান তাড়া করতে পারবে না সেটাও একটু অপ্রত্যাশিত। কিন্তু অকল্যান্ডে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘটেছে ঠিক সেটাই।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান তোলা ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ রানে হেরেছে নিউজিল্যান্ড। ১৫.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
নিবন্ধন ও প্রতীক পাওয়ায় মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৭ নভেম্বর) বিকালে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জার্মান-বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দিয়ে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।
আরো পড়ুন:
যারা সংস্কারের বিপক্ষে, তাদের সঙ্গে এনসিপির জোট হবে না: হাসনাত
যারা বিএনপির মনোনয়ন পাননি তাদের এনসিপিতে স্বাগতম: হাসনাত
আনন্দ মিছিলে নেতাকর্মীদের ‘শাপলা, শাপলা’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’, ‘এনসিপির মার্কা; শাপলা, শাপলা’ স্লোগান দিতে শোনা যায়।
এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, “আমাদের দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পেয়েছে। সেই খুশিতে ঢাকা মহানগর উত্তর জোনের আয়োজনে আজকের এই আনন্দ মিছিল।”
তিনি আরো বলেন, “ঢাকার বিভিন্ন আসনে শিগগিরই আমাদের প্রার্থি ঘোষণা করা হবে। এর মাধ্যমে এনসিপির মার্কা ও প্রার্থীরা এলাকার জনগণের মধ্যে পরিচিতি পাবেন।”
ঢাকা/রাসেল/রায়হান