যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসমান গনি যশোর শহরের বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল যশোর–নড়াইল মহাসড়কের দাইতলা সংলগ্ন রয়টোকা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের পকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩১৯.

৪৮ গ্রাম। পাশাপাশি তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

আরো পড়ুন:

টিকটকে পরিচয়, তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জাবির সহকারী অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করেন। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

ঢাকা/রিটন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম মল জব দ স বর ণ র

এছাড়াও পড়ুন:

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর উপজেলা। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর সমর্থকেরা শিবচরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়।

আন্দোলনকারী ব্যক্তিরা জানান, অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন সেলিম খান, উপজেলা ছাত্রদল, যুবদল নেতারাসহ দলীয় কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুনবিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তীব্র যানজট০৩ নভেম্বর ২০২৫

গত সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা। তবে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর-১ আসন থেকে মনোনয়ন না পাওয়া সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে টায়ার জ্বালিয়ে মনোনয়নের বিরোধিতা করে দুই ঘণ্টা বিক্ষোভ করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে বিজ্ঞপ্তি দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তাঁর অনুসারীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার প্রধান সড়কে

সম্পর্কিত নিবন্ধ