আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচনে অংশ নিবেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে তিনি এ কথা জানান।

আরো পড়ুন:

টাঙ্গাইল-৩: প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ

জোট গঠন করবে না জামায়াত: শফিকুর রহমান

অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, “আমি এখনো অ্যাটর্নি জেনারেল আছি। তবে আমি জাতীয় নির্বাচনে ভোট করব, যখন সময় হবে বিস্তারিত জানাব।”

পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ যাকে মনে করবে তিনি হবেন অ্যাটর্নি জেনারেল।”

অ্যাটর্নি জেনারেল বলেন, “ঝিনাইদহ-১ থেকে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী মনোনয়ন পাব। যখন সময় হবে তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করব।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।”

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মো.

আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইনজ ব আস দ জ জ ম ন

এছাড়াও পড়ুন:

ট্যাঙ্ক নিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা

ট্যাঙ্ক নিয়ে সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার তারা দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা গ্রামাঞ্চলে প্রবেশ করেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি ট্যাঙ্ক এবং চারটি সামরিক যানবাহনের সহায়তায় ইসরায়েলি সেনারা জুবাতা আল-খাশাব শহরে অগ্রসর হয়েছে। তারা উত্তর কুনেইত্রার আইন আল-বায়দা যাওয়ার রাস্তায় একটি চেকপয়েন্ট স্থাপন করেছে।

সিরিয়া বারবার ইসরায়েলের অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে। সিরিয়ার সরকার জানিয়েছে, তারা ১৯৭৪ সালের চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠিত হয়েছিল।

সিরিয়া জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইসরায়েল এক হাজারেরও বেশি বিমান হামলা এবং ৪০০ আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে।

গত বছরের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর থেকে, ইসরায়েল গোলান হাইটসের দখলকে সামরিকীকরণমুক্ত অঞ্চলে প্রসারিত করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ