‘সিদ্ধান্ত আমার বউ নেবে’, বার্সার চুক্তি নবায়নের প্রস্তাবে সেজনি
Published: 13th, May 2025 GMT
পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনিকে দুই বছরের চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। ওই প্রস্তাব বিবেচনা করছেন ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তার স্ত্রীর বলে মন্তব্য করেছেন তিনি।
চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্নের জবাবে সেজনি বলেন, ‘আমাকে বেশ কিছুদিন ধরেই চুক্তি নবায়নের কথা বলা হচ্ছে। তবে আমাকে পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে, সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো।
পূর্বে (অবসর ভেঙে বার্সায় যোগ দেওয়া প্রসঙ্গে) আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেজন্য আমি আমার স্ত্রীর কাছে ঋণী। তবে এবার এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারিনি। আমার পরিবারের অধিকাংশ সিদ্ধান্ত আমার স্ত্রী নেয় এবং এতে আমি মোটেও লজ্জিত নই।’
সেজনি ২০০৯ সালে আর্সেনালের গোলরক্ষক হিসেবে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন। আর্সেনালের আট মৌসুমের মধ্যে তিন মৌসুম ব্রেন্টফোর্ড ও রোমায় ধারে ছিলেন তিনি। ২০১৭ সালে জুভেন্টাসে যোগ দিয়ে ২০২৪ মৌসুম শেষে সব ধরনের ফুটবল থেকে বিদায় নেন।
কিন্তু ২০২৪-২৫ মৌসুম শুরু হওয়ার কিছুদিন পরই বার্সার প্রথম পছন্দের গোলরক্ষক টের স্টেগান ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুম থেকে ছিটকে যান। তখন বার্সা ফ্রি এজেন্টে থাকা সেজনিকে অবসর ভেঙে বার্সা ক্যাম্পে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। রাজিও হন তিনি। যে চুক্তি চলতি মৌসুমেই শেষ।
অবসর ভেঙে বার্সায় যোগ দিয়ে দারুণ সময় কাটিয়েছেন অভিজ্ঞ সেজনি। বার্সার হয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ ও কোপা দেল রে জিতেছেন। লা লিগা শিরোপা জয়ের পথে আছেন। বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতেও অবদান রাখেন তিনি।
সেজনি ২০১৬ সালে প্রেমিকা মারিয়া লুকজেঙ্গোকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। মারিয়া পোল্যান্ডের জনপ্রিয় একজন পপস্টার।২০১০ সালে মারিয়া ‘গ্লাম পপ’ গান নিয়ে পপ জগতে এসেই এস্কা মিউজিক এওয়ার্ড জেতেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল প রস ত ব
এছাড়াও পড়ুন:
কোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’
‘কেন অবসর ঘোষণা’—ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের মতো এই প্রশ্ন তুলেছেন আরও অনেকেই।
প্রশ্নটি বিরাট কোহলিকে নিয়ে। গতকাল টেস্ট ছাড়ার ঘোষণা দেন কিংবদন্তি। কোহলি তার পর থেকে আবেগঘন বার্তায় সিক্ত হওয়ার পাশাপাশি তাঁকে ঘিরে এ প্রশ্নও উঠছে। কয়েক দিন আগে শোনা গেল, টেস্ট ছাড়ার ইচ্ছার কথা নাকি ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন কোহলি। বিসিসিআইয়ের শীর্ষ ব্যক্তিরা নাকি তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। কিন্তু এর দু-এক দিনের মধ্যেই কোহলির অবসর ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই।
আরও পড়ুনশনিবার থেকে পুনরায় শুরু আইপিএল৯ ঘণ্টা আগেযেমন ভারতের সাবেক স্পিনার ও কোহলির রঞ্জি ট্রফির দল দিল্লির কোচ শরণদীপ সিং। তাঁর দাবি, লাল বলের সংস্করণ থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ কোহলির মধ্যে তিনি দেখেননি। শুধু তা–ই নয়, শরণদীপের দাবি, কোহলি নাকি ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন!
ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন শরণদীপ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দিয়েছিলেন কি না? শরণদীপের উত্তর, ‘না, একদমই না।’
ভারতের হয়ে ৩ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা সাবেক এ অফস্পিনার আরও বলেন, ‘সে (রঞ্জিতে) লাল বলের ক্রিকেট খেলতে এসেছিল। অর্থাৎ তার এমন কোনো ভাবনা ছিল না। এমনকি সে ইংল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেছে। এর মানে হলো, তার ওখানে খেলার কথা ছিল।’
আরও পড়ুন‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে উঠে এল কোহলির অবসরও১০ ঘণ্টা আগেশরণদীপ জানিয়েছেন, এবার ইংল্যান্ড সফরে নাকি সেঞ্চুরির আশা মনের মধ্যে পুষে রেখেছিলেন কোহলি, ‘এবার তার ভালো প্রস্তুতি ছিল। বলেছিল, যতগুলো সম্ভব সেঞ্চুরি করবে, যেটা সে ২০১৮ সালে করেছে ইংল্যান্ড সফরে। ওখানে প্রচুর রান করেছে।’ শরণদীপ যোগ করেন, ‘ভেবেছিলাম, ইংল্যান্ড সফরে তাকে দেখা যাবে। সে দলের অন্যতম জ্যেষ্ঠ খেলোয়াড়। আর ইংল্যান্ড সফর তো অনেক কঠিন। জানি না তাকে ছাড়া ভারতীয় দল কীভাবে সবকিছু সামলাবে।’
২০১৮ সালে ইংল্যান্ড সফরে দুটি সেঞ্চুরিসহ ৫৯৩ রান করেন কোহলি। ভিনদেশে কঠিন কন্ডিশনের সফর সামনে রেখে এ বছরের শুরুতে রঞ্জি ট্রফিতে রেলওয়েজের বিপক্ষে দিল্লির স্কোয়াডে যোগ দেন ৩৬ বছর বয়সী কোহলি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২০ জুন লিডসে শুরু হবে প্রথম টেস্ট।