‘সিদ্ধান্ত আমার বউ নেবে’, বার্সার চুক্তি নবায়নের প্রস্তাবে সেজনি
Published: 13th, May 2025 GMT
পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনিকে দুই বছরের চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। ওই প্রস্তাব বিবেচনা করছেন ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তার স্ত্রীর বলে মন্তব্য করেছেন তিনি।
চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্নের জবাবে সেজনি বলেন, ‘আমাকে বেশ কিছুদিন ধরেই চুক্তি নবায়নের কথা বলা হচ্ছে। তবে আমাকে পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে, সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো।
পূর্বে (অবসর ভেঙে বার্সায় যোগ দেওয়া প্রসঙ্গে) আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেজন্য আমি আমার স্ত্রীর কাছে ঋণী। তবে এবার এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারিনি। আমার পরিবারের অধিকাংশ সিদ্ধান্ত আমার স্ত্রী নেয় এবং এতে আমি মোটেও লজ্জিত নই।’
সেজনি ২০০৯ সালে আর্সেনালের গোলরক্ষক হিসেবে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন। আর্সেনালের আট মৌসুমের মধ্যে তিন মৌসুম ব্রেন্টফোর্ড ও রোমায় ধারে ছিলেন তিনি। ২০১৭ সালে জুভেন্টাসে যোগ দিয়ে ২০২৪ মৌসুম শেষে সব ধরনের ফুটবল থেকে বিদায় নেন।
কিন্তু ২০২৪-২৫ মৌসুম শুরু হওয়ার কিছুদিন পরই বার্সার প্রথম পছন্দের গোলরক্ষক টের স্টেগান ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুম থেকে ছিটকে যান। তখন বার্সা ফ্রি এজেন্টে থাকা সেজনিকে অবসর ভেঙে বার্সা ক্যাম্পে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। রাজিও হন তিনি। যে চুক্তি চলতি মৌসুমেই শেষ।
অবসর ভেঙে বার্সায় যোগ দিয়ে দারুণ সময় কাটিয়েছেন অভিজ্ঞ সেজনি। বার্সার হয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ ও কোপা দেল রে জিতেছেন। লা লিগা শিরোপা জয়ের পথে আছেন। বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতেও অবদান রাখেন তিনি।
সেজনি ২০১৬ সালে প্রেমিকা মারিয়া লুকজেঙ্গোকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। মারিয়া পোল্যান্ডের জনপ্রিয় একজন পপস্টার।২০১০ সালে মারিয়া ‘গ্লাম পপ’ গান নিয়ে পপ জগতে এসেই এস্কা মিউজিক এওয়ার্ড জেতেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল প রস ত ব
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫