কোহলির অবসর নিয়ে বোমা ফাটালেন রঞ্জি কোচ, ‘সে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিল’
Published: 13th, May 2025 GMT
‘কেন অবসর ঘোষণা’—ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের মতো এই প্রশ্ন তুলেছেন আরও অনেকেই।
প্রশ্নটি বিরাট কোহলিকে নিয়ে। গতকাল টেস্ট ছাড়ার ঘোষণা দেন কিংবদন্তি। কোহলি তার পর থেকে আবেগঘন বার্তায় সিক্ত হওয়ার পাশাপাশি তাঁকে ঘিরে এ প্রশ্নও উঠছে। কয়েক দিন আগে শোনা গেল, টেস্ট ছাড়ার ইচ্ছার কথা নাকি ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন কোহলি। বিসিসিআইয়ের শীর্ষ ব্যক্তিরা নাকি তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। কিন্তু এর দু-এক দিনের মধ্যেই কোহলির অবসর ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই।
আরও পড়ুনশনিবার থেকে পুনরায় শুরু আইপিএল৯ ঘণ্টা আগেযেমন ভারতের সাবেক স্পিনার ও কোহলির রঞ্জি ট্রফির দল দিল্লির কোচ শরণদীপ সিং। তাঁর দাবি, লাল বলের সংস্করণ থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ কোহলির মধ্যে তিনি দেখেননি। শুধু তা–ই নয়, শরণদীপের দাবি, কোহলি নাকি ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন!
ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন শরণদীপ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দিয়েছিলেন কি না? শরণদীপের উত্তর, ‘না, একদমই না।’
ভারতের হয়ে ৩ টেস্ট ও ৫ ওয়ানডে খেলা সাবেক এ অফস্পিনার আরও বলেন, ‘সে (রঞ্জিতে) লাল বলের ক্রিকেট খেলতে এসেছিল। অর্থাৎ তার এমন কোনো ভাবনা ছিল না। এমনকি সে ইংল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেছে। এর মানে হলো, তার ওখানে খেলার কথা ছিল।’
আরও পড়ুন‘অপারেশন সিঁদুর’–এর ব্রিফিংয়ে উঠে এল কোহলির অবসরও১০ ঘণ্টা আগেশরণদীপ জানিয়েছেন, এবার ইংল্যান্ড সফরে নাকি সেঞ্চুরির আশা মনের মধ্যে পুষে রেখেছিলেন কোহলি, ‘এবার তার ভালো প্রস্তুতি ছিল। বলেছিল, যতগুলো সম্ভব সেঞ্চুরি করবে, যেটা সে ২০১৮ সালে করেছে ইংল্যান্ড সফরে। ওখানে প্রচুর রান করেছে।’ শরণদীপ যোগ করেন, ‘ভেবেছিলাম, ইংল্যান্ড সফরে তাকে দেখা যাবে। সে দলের অন্যতম জ্যেষ্ঠ খেলোয়াড়। আর ইংল্যান্ড সফর তো অনেক কঠিন। জানি না তাকে ছাড়া ভারতীয় দল কীভাবে সবকিছু সামলাবে।’
২০১৮ সালে ইংল্যান্ড সফরে দুটি সেঞ্চুরিসহ ৫৯৩ রান করেন কোহলি। ভিনদেশে কঠিন কন্ডিশনের সফর সামনে রেখে এ বছরের শুরুতে রঞ্জি ট্রফিতে রেলওয়েজের বিপক্ষে দিল্লির স্কোয়াডে যোগ দেন ৩৬ বছর বয়সী কোহলি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২০ জুন লিডসে শুরু হবে প্রথম টেস্ট।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ই ল য ন ড সফর ক হল র
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটন
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১০ হাজার রান থেকে একটু দূরে থাকা এই তারকা ক্রিকেটারের অবসর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের কাছে আশ্চর্যের ছিল না।
“শকিং নিউজ না। এই অধিকার আছে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। সে যথেষ্ট ম্যাচিউরড। আমার বলার থেকে তার সিদ্ধান্তকে আমার প্রাধান্য দেওয়া উচিত। তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।”
সোমবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। কোহলির টেস্ট ক্রিকেট ছাড়া নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হন তিনি।
আরো পড়ুন:
শুধু সিরিজ নয়, লিটনের লক্ষ্য অনেক বড়
২৪ ইনিংসে মাত্র ১ ফিফটি, তবুও বিশ্বকাপ পর্যন্ত লিটন অধিনায়ক?
ভারতের সঙ্গে খেলা হলে কোহলিকে মিস করবেন বলেও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, “একটা সময় তো প্রতিটা খেলোয়াড়ের অবসরে যেতে হয়, কিন্তু যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করবো আমি যেহেতু অনেকদিন খেলেছি।’’
কোহলির সঙ্গে লিটনের অনেক কথাই হয়। তার মতে মাঠে কোহলি যেমন ক্ষ্যাপাটে মাঠের বাইরে ততটা শান্ত, “মেমরি বলতে প্লেয়ারদের সঙ্গে কথোপকথন হয়। সে অনেক জেন্টাল। মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখায়। শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে।’’
শুধু তাই নয় লিটন মনে করেন কোহলি টেস্ট ক্রিকেটের অ্যাগ্রেশন পরিবর্তন করে দিয়েছেন, “সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, শুধু ভারতের জন্য না। ওভারঅল টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার এটিচিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। এরকম একটা খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল