বিদ্রোহ, বেদনা ও বীরত্বের ডিজিটাল আর্কাইভ
Published: 13th, May 2025 GMT
২০২৪ সালের জুনের শেষ ভাগ থেকে আন্দোলনটা দানা বাঁধে। জুলাইয়ের মাঝামাঝি এসে সেই আন্দোলনে রক্ত ঝরে। গুলি চালায় পুলিশ, শহীদ হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ ছয়জন। সেই শুরু। এর পর থেকে তরুণদের সেই আন্দোলনে চলতে থাকে নির্যাতন–নিপীড়ন, গুলি, চলে নারকীয় হত্যাযজ্ঞ।
শুরু থেকেই প্রথম আলো জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছে। রেখেছে মৃত্যুর হিসাব, করেছে মানবিক ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন। গণ–অভ্যুত্থান নিয়ে বিদ্রোহ–বেদনা ও বীরত্বের কথা উঠে এসেছে সেসব প্রতিবেদনে। দমন–পীড়নের সাহসী ছবি প্রকাশিত হয়েছে অনলাইন ও পত্রিকায়।
প্রথম আলোতে প্রকাশিত সেসব প্রতিবেদন, সাক্ষাৎকার, মতামত, ছবি, ভিডিও জড়ো করা হয়েছে এক জায়গায়। যেখানে পাওয়া যাবে অভ্যুত্থান সময়ের খুঁটিনাটি তথ্য ও বিশ্লেষণ। প্রথম আলোর বিশেষ এই আর্কাইভ সাইটের নাম দেওয়া হয়েছে ‘জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪’। সাইটটির ঠিকানা: https://services.
আর্কাইভ সাইটটি সবার সামনে উপস্থাপন করতে গত শনিবার বিকেলে প্রথম আলোর জ্যেষ্ঠ কর্মীদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। শুরুতেই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাইটটি নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে বহু কাজ আমরা করেছি। আমরা আমাদের সেরা কাজ করেছি সে সময়। আমাদের সাংবাদিক, ফটোসাংবাদিক তাঁরা তাঁদের সেরা কাজটুকু দিয়েছেন। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।’
জুলাই জাগরণ নিয়ে প্রথম আলোর অনেক কাজের একটি ছিল ক্রোড়পত্র নিয়ে। প্রথম আলোর সম্পাদক বলেন, গণ–অভ্যুত্থানের পরপর গত বছরের ২২ আগস্ট প্রথম ক্রোড়পত্র করল প্রথম আলো। নাম ছিল ‘বিদ্রোহে–বিপ্লবে’। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীতে গত নভেম্বরে একে একে আরও চারটি ক্রোড়পত্র করা হলো।
জুলাই জাগরণ নিয়ে পাঠকের তোলা ছবি ও ভিডিও নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে প্রথম আলো। সেই প্রতিযোগিতার নাম ছিল ‘ক্যামেরায় বিদ্রোহ’। সেখান থেকে বাছাই করে ২০ জনকে পুরস্কৃত করা হয়। বাছাই করা সেসব ছবি রাখা আছে প্রথম আলোর এই আর্কাইভ সাইটে।
জুলাই জাগরণের ছবি নিয়ে ফটো জার্নাল করা হয়েছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশ করা হয় ছয়টি বই। বানানো হয় তিনটি তথ্যচিত্র। গত জানুয়ারিতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে প্রথম আলো। সেখানে আট শহীদের নানা স্মারকও ছিল। যে কেউ চাইলে সাইটটিতে ঢুকে গণ–অভ্যুত্থান নিয়ে প্রথম আলোর এ আয়োজন দেখে আসতে পারেন।
সম্পাদক মতিউর রহমান বললেন, এই সাইটটি জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে করা প্রথম আলোর সব কাজের পূর্ণাঙ্গ এক উপস্থাপনা।
বৈঠক শেষে সাইটটি সবাইকে দেখানো হয়।
কী কী আছে সাইটে
আর্কাইভ সাইটটিতে মোট ১৪টি সেকশন ও সাব–সেকশন আছে। শুরুতেই আছে ৩৬ দিনের আন্দোলনের দিনপঞ্জি। কবে, কোথায় উল্লেখযোগ্য কী কী ঘটনা ঘটেছে, ছবিসহ তার সংক্ষিপ্ত বিবরণ আছে। সেসব দিনে উল্লেখযোগ্য কী কী ঘটনা ঘটেছিল এবং সেসব নিয়ে প্রথম আলো যে প্রতিবেদন ও ছবি ছেপেছিল, তা–ও দেখা যাবে ওই সেকশনে। তার নিচে একনজরে চোখ বুলিয়ে নিতে পারেন জুলাই জাগরণে হতাহতের তথ্য–উপাত্তে।
আন্দোলনের শুরুর দিকে প্রথম যে স্লোগানটি স্বৈরাচার সরকারের ভিত নাড়িয়ে দেয়, সেই স্লোগান ছড়িয়ে পড়েছিল সবার মুখে মুখে, ‘আমি কে তুমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার।’ এমনি আরও স্লোগান তখন হয়ে উঠেছিল গণমানুষের কথা। ঘটনার ক্রমানুসারে বাছাই করা সেসব স্লোগান নিয়ে করা হয়েছে একটি সাব–সেকশন, নাম দেওয়া হয়েছে ‘মুক্তির স্লোগান’। আছে প্রথম আলোর সংবাদকর্মীদের করা তিনটি তথ্যচিত্র।
মৃত্যুঞ্জয়ীদের বাছাই করা ২৪টি গল্প রয়েছে। আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ, ফারহানদের কথা আছে সেখানে। আছে দেশের বিজ্ঞজন ও প্রাগ্রসর চিন্তার মানুষদের চিন্তাভাবনা ও তাঁদের মতামত। আছে নবীন–প্রবীণদের কিছু সাক্ষাৎকারও।
৩৬ দিনের আন্দোলনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহের ছবিও রাখা আছে এই সাইটে। পৃথক বাটনে ক্লিক করে অনেকগুলো গ্রাফিতির ছবিও দেখতে পাবেন। যেগুলো প্রথম আলোর ফটোসাংবাদিকদের ক্যামেরায় উঠে এসেছিল। ভিডিও আছে কিছু।
সাইটটির শেষ ভাগে আছে জুলাই জাগরণ নিয়ে প্রথম আলোর বিশেষ প্রদর্শনী। গত জানুয়ারিতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে জুলাই জাগরণের শহীদদের নানা স্মৃতি স্মারক ঠাঁই পায়। এসবই কম্পিউটারের সামনে বসে দেখা যাবে। প্রদর্শনীর ৩৬০ ডিগ্রি ভার্চ্যুয়াল উপস্থাপনাটিও বেশ দৃষ্টিনন্দন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল র স জ ল ই জ গরণ ব ছ ই কর স ইটট স কশন
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫