কিশোরগঞ্জে কবর তৈরির কারিগর মনু মিয়া। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর। কারও মৃত্যুসংবাদ কানে আসামাত্রই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে লাল রঙের ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। সেই ঘোড়াটি আর জীবিত নেই। দুষ্কৃতকারীরা ঘোড়াটি হত্যা করেছে।

মনু মিয়ার ঘোড়াটি হত্যার খবর ছুঁয়ে গেছে অভিনেতা খায়রুল বাসারকেও। সোমবার একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। ঘোড়া কিনে দেওয়ার বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন কৃতজ্ঞ থাকব।’

খোঁজ পেয়ে সোমবার রাতেই হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করেন খায়রুল বাসার। দীর্ঘক্ষণ কথাও বলেন তার সঙ্গে। সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করে মনু মিয়াকে নায়ক বলে সম্বোধন করেন বাসার। 

খায়রুল বাসার লিখেছেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলবো শিগগিরেই। এটুকু বলি, মনু মিয়া অসহায় না বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম, স্থলাভিষিক্ত হবেন নজরুল

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তার ছুটিতে যাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। জসীম উদ্দিনের ছুটিতে গেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, কয়েক মাস ছুটিতে থাকবেন পররাষ্ট্রসচিব। এরই মধ্যে পররাষ্ট্রসচিবের পদ থেকে জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে যোগ দিতে পারেন।

এই নিয়ে দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব পদে যোগ দেন  বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।

সম্পর্কিত নিবন্ধ