উত্তর–পূর্ব ভারতে বড় বিনিয়োগের ঘোষণা আম্বানি ও আদানির
Published: 25th, May 2025 GMT
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে আগামী কয়েক বছরে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলো। এই অঞ্চলের অর্থনৈতিক চালচিত্র পাল্টে দিতে চায় তারা। ‘রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিট’ বা উদীয়মান উত্তর-পূর্ব বিনিয়োগকারী সম্মেলনে এ লক্ষ্যে বৃহৎ বিনিয়োগের ঘোষণা দিয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানি।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আগামী পাঁচ বছরে উত্তর-পূর্ব ভারতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি বলেন, খাদ্য ও ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, সৌরবিদ্যুৎসহ একাধিক খাতে বিনিয়োগ হবে এই অর্থ। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চল থেকে পণ্য সংগ্রহ করে রিলায়েন্স রিটেলের সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনাও আছে তাঁদের। তাঁর দাবি, এই বিনিয়োগের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
অন্যদিকে, আদানি গ্রুপ আগামী ১০ বছরে উত্তর-পূর্ব ভারতে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গৌতম আদানি বলেন, ‘পরিবেশবান্ধব জ্বালানি, স্মার্ট মিটার, জলবিদ্যুৎ সংরক্ষণ, বিদ্যুৎ সঞ্চালন, ডিজিটাল অবকাঠামো, মহাসড়ক, পণ্য পরিবহন ও কর্মমুখী প্রশিক্ষণ খাতে এই অর্থ বিনিয়োগ করা হবে। প্রতিটি প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’
অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ আম্বানি। এর মধ্যে সংযোগ ও ডিজিটাল অন্তর্ভুক্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। আম্বানি বলেন, জিও ইতিমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের ৯০ শতাংশ মানুষকে তাদের নেটওয়ার্কের আওতায় এনেছে। এই পরিসর আরও বাড়িয়ে প্রায় শতভাগে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি, যা ডিজিটাল সুবিধার সর্বজনীন বিস্তারের দিকে জিওর বৃহৎ পরিকল্পনার অন্তর্ভুক্ত।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে দেওয়া বক্তব্যে আম্বানি বলেন, ‘আমি বিশ্বাস করি, ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো সিঙ্গাপুরের মতোই উন্নত হতে পারবে। তিনি আরও বলেন, রিলায়েন্স শুধু বড় অঙ্কের বিনিয়োগই করবে না, স্থানীয় মানুষকে সরাসরি এই অগ্রযাত্রার অংশীদার বানাবে। শিল্প, প্রযুক্তি ও কর্মসংস্থানে উত্তর-পূর্বাঞ্চলকে এগিয়ে নিতে কাজ করবে তাঁর প্রতিষ্ঠান।’
দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত কারণে ভারতের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে আছে দেশটির উত্তর-পূর্ব অঞ্চল। এই অঞ্চল সেভেন সিস্টার্স নামে বেশি পরিচিত। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের উন্নয়নে কয়েক বছর ধরেই বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। তার ধারাবাহিকতায় এই বিনিয়োগের ঘোষণা দিলেন ভারতের শীর্ষ দুই ধনী।
লাইভ মিন্টের সংবাদে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে এক বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রণালয় উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রণালয় ও আটটি রাজ্যের যৌথ উদ্যোগে বিনিয়োগ প্রচার কার্যক্রমের সমাপ্তি হিসেবে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলন। দুই দিনের এই সম্মেলন নয়াদিল্লির ভারত মণ্ডপে আয়োজন করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম ব ন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫