নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে গেল মসজিদে, ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত
Published: 6th, June 2025 GMT
পরিবার নিয়ে ঈদ উদ্যাপন করতে বাসে নানাশ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে যাচ্ছিলেন পারভেজ মিয়া (৪০)। সড়কের পাশের একটি মসজিদে ঢুকে যায় চলন্ত বাসটি। এ ঘটনায় পারভেজ ও তাঁর ৮ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ সকাল ৭টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভেজ মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের বাসিন্দা। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে সপরিবার হালুয়াঘাটে নানাশ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে যাচ্ছিল তিশা পরিবহনের বাসটি। এটি ঢাকা-কুমিল্লা সড়কে চলাচল করলেও ঈদ উপলক্ষে হালুয়াঘাটে যাত্রী নিয়ে যাচ্ছিল। স্ত্রী-সন্তান ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে হালুয়াঘাটে নানাশ্বশুরবাড়িতে ঈদ উদ্যাপন করতে যাচ্ছিলেন পারভেজ। সকাল ৭টার দিকে তারাকান্দা উপজেলার পশ্চিম তালদীঘি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফকিরবাড়ি মসজিদে ঢুকে যায়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের দিকে ছিলেন পারভেজ ও তাঁর ছেলে। তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যাত্রীবাহী বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘যাত্রীবাহী বাসটির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মসজিদের ভেতরে ঢুকে গেলে হতাহতের ঘটনা ঘটে।’
পুলিশ জানায়, লাশ দুটি উদ্ধারের পর তারাকান্দা থানায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।