বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয়ের
Published: 29th, June 2025 GMT
বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ঢাকা শহরের সুবিধাজনক স্থানে এই একাডেমি নির্মাণের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হবে এবং এটি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, তথ্য ক্যাডার কর্মকর্তাদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ একাডেমি স্থাপন সময়ের দাবি। মন্ত্রণালয় একাডেমি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করবে।
একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও মহাসচিব মো.
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মন্ত্রণালয়ের সমন্বয় সভায় বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার আলোচনা হয়। সেখানে সচিব মাহবুবা ফারজানা তথ্য ক্যাডারের জন্য প্রশিক্ষণ একাডেমির প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং কার্যবিবরণীতে অ্যাসোসিয়েশনের উদ্যোগ গ্রহণের কথাও অন্তর্ভুক্ত ছিল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লিবিয়ায় দালাল চক্রের আস্তানায় দিপু, টাকা দিলে থামে নির্যাতন
ছবি: ভিডিও থেকে সংগৃহীত