কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণসহ উদ্ভাবন ও চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সোমবার মরক্কোর মারাকেশ শহরে দেশটির যুব, সংস্কৃতি ও যোগাযোগবিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ, যাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সরকার সার্বিকভাবে কারিগরি, প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণসহ উদ্ভাবন ও চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে মরক্কোর যুবসমাজের কর্মস্পৃহা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন আসিফ মাহমুদ। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মরক্কোর যুবমন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানান। তিনি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের যুব উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে মতবিনিময়ের ওপর জোর দেন।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মারাকেশ সফর করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মোহাম্মেদ মেহদি বেনসাইদের সঙ্গে বৈঠকের আগে তিনি মৌরিতানিয়া, জর্ডান, গাম্বিয়া, জিবুতিসহ ওআইসিভুক্ত অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মরক ক র সরক র

এছাড়াও পড়ুন:

ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে ছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেছেন, প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে সেটি তিনি তাঁর ব্যক্তিগত প্রটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন।

উল্লেখ্য, মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে আজ রোববার ভোরে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করেন। ভোরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তাঁর ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে।

আজ রাতে আসিফ মাহমুদ ফেসবুকে এ বিষয়ে ওই ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।’

আসিফ মাহমুদ বলেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য আজ ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোঁড়াক (খোরাক) বটে।’

সংবাদমাধ্যমকে চাপ প্রয়োগ করে এ বিষয়ক সংবাদ সরানোর অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তাঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে ছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ