দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
Published: 5th, July 2025 GMT
রাজধানীতে ভোরে শুরু হওয়া বৃষ্টি সকাল ৭টার পর কিছুটা কমলেও আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দুপুর ১টার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিন আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.
এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত শুক্রবারের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
টানা কয়েকদিনের বৃষ্টিতে ভ্যাপসা গরম অনেকটাই কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন
সুশাসনের জন্য নাগরিক সুজন এর নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৮ অক্টোবর শনিবার নারায়ণগঞ্জের আলী আহমদ চুলকা নগর পাঠাগার ও মিলন আয়তনের পাতাল মেঝেতে সুজন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জেলা সাবেক সভাপতি ধীমান সাহা জুয়েল ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়কারী জিল্লুর রহমান।
আজ সভার প্রথম অধিবেশনে সুজন নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ বন্দর ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তা সদস্য গণ মতামত পর্বে অংশগ্রহণ করেন।
উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবের প্রেক্ষিতে চলমান নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনে সকলে একমত পোষণ করেন ।
দ্বিতীয় অধিবেশনে সুজন সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি সহ অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সরাসরি প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৭ গঠন করা হয় ।
উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনে সভাপতি হিসেবে ধীমান সাহা জুয়েলকে পুনরায় এবং সদ্য বিলুপ্ত কমিটির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।
কেন্দ্রীয় সহ সমন্বয়কারী জিল্লুর রহমান কমিটির ঘোষণা দেন নব নির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে ওমর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম টিটু,সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,, অর্থ সম্পাদক , দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু, কার্যনির্বাহী সদস্য মোঃ মোক্তার হোসেন, অ্যাডভোকেট তানহা রহমান, জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ, সাবিত আল হাসান, মোঃ আবু সাঈদ, মোঃ আল আমিন আলী, মোঃ নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া ও মজিবুর রহমান প্রমুখ।