সাত ম্যাচ পরে একটা জয় পেয়েই ৯ নম্বরে উঠে গেছে বাংলাদেশ
Published: 6th, July 2025 GMT
ওয়ানডে জিততে যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ দল। সর্বশেষ ৭টি ওয়ানডে ম্যাচেই জয়হীন ছিল তারা। এই ৭ ম্যাচে হেরেছে ৬টি, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বাকি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সে হিসাবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া ১৬ রানের জয় বাংলাদেশকে আবার জয়ের রাস্তা চিনিয়েছে।
এই জয়ের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও। সেখানে এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছিল র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে।
আরও পড়ুনআশরাফুল-সাকিবদের পর শ্রীলঙ্কায় ওরা কারা১ ঘণ্টা আগেএরপর গত মে মাসে আইসিসি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর বাংলাদেশ নেমে যায় দশে। কালকের ম্যাচে জয়ের পর আবার ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ সবচেয়ে পছন্দের সংস্করণ ৫০ ওভারের ক্রিকেট। অথচ এই সংস্করণেও চলছে দুর্দশা। ২০০৬ সালের পর প্রথমবার গত মে মাসে ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় আপাতত ১০ নম্বর থেকে বাংলাদেশকে টেনে তুলেছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খুলনায় ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক মারা গেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।
আরো পড়ুন:
অবশেষে সৎকার হলো হিমাগারে থাকা ভারতীয় নাগরিকের মরদেহ
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু
তৌহিদ দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, তৌহিদ মাদকাসক্ত ছিলেন। তিনি মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতেন। আজ ভোর ৫টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আলম খান বলেন, “ভোরে দুর্ঘটনাটি ঘটে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ