এক মাস ধরে পানির নিচে সড়ক-উঠান, ভোগান্তিতে মানুষ
Published: 6th, August 2025 GMT
বাড়ির চারপাশে হাঁটুপানি। চলাচলের কাঁচা সড়কও ডুবেছে। নূরুল আমিনের যাতায়াতের মূল ভরসা এখন ডিঙিনৌকা। গত এক মাস ধরে এভাবেই দিন কাটছে তাঁর। নূরুল আমিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে। তাঁর অভিযোগ, ‘আগে বর্ষায় এলাকার খাল দিয়ে পানি বের হতো। এখন সব খাল দখল হয়েছে। অপরিকল্পিতভাবে বাড়িঘরও নির্মাণ হয়েছে। কেউ কারও কথা শোনে না। তাই এখন পুরো এলাকা পানিবন্দী।’
অবশ্য শুধু নূরুল আমিন নয়। গত এক মাস ধরে তাঁর মতো অবস্থা বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার বেশির ভাগ এলাকার মানুষের। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, এই উপজেলায় জনসংখ্যা ৬ লাখ ১১ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৩ হাজার ৭৫৬ জন ও নারী ৩ লাখ ২৭ হাজার ৩২৫ জন।
সম্প্রতি সরেজমিনে উপজেলার পূর্ব একলাশপুর, মধ্যম একলাশপুর, হাজীপুর, চৌমুহনী পৌরসভা, লক্ষ্মীনারায়ণপুর এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ গ্রামীণ সড়কই ডুবে রয়েছে পানিতে। দীর্ঘ সময় পানি জমে থাকায় সড়কের অবস্থাও বেহাল। ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা সব জায়গায় হাঁটু থেকে কোমরপানি। এলাকায় যাতায়াতের অন্যতম বাহন এখন হয়ে উঠেছে ডিঙি নৌকা। অনেকেই বাড়ি থেকে মূল সড়ক পর্যন্ত চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, পানি নিষ্কাশনের খাল ভরাট ও দখল হয়ে যাওয়ার পাশাপাশি অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলার কারণেই এমন দুর্ভোগে পড়েছেন তাঁরা।
উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহারুল আলম প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নের অর্ধেকের বেশি গ্রামীণ সড়ক পানির নিচে। এতে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা।
জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার শিক্ষার্থীদেরও। পূর্ব একলাশপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলে, প্রতিদিন তিন কিলোমিটার হাঁটুসমান পানি মাড়িয়ে তাকে স্কুলে যেতে হয়। অনেক সময় ইউনিফর্ম ভিজে যাওয়ায় স্কুলে যেতে পারে না সে। তার সহপাঠীরাও একই ভোগান্তিতে পড়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার প্রথম আলোকে বলে, তার অনেক সহপাঠী পানির কারণে বিদ্যালয়ে আসতে পারে না। চারপাশে পানি থাকায় শৌচাগারও ব্যবহার করতে পারে না তারা।
এক মাস ধরে পানির নিচে সড়ক-উঠান, ভোগান্তিতে মানুষ । সম্প্রতি উপজেলার একলাশপুর এলাকা থেকে তোলা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ
জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন (রূপনগর-পল্লবী) থেকে বিএনপির প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানান, স্নিগ্ধর সদস্যপদ গ্রহণের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
আরো পড়ুন:
বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী
টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ