বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) বদলি করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

আরো পড়ুন:

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি

খুলনায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে চরমপন্থী নেতাকে হত্যা

ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, রাজশাহীর সারদায় সংযুক্ত, পিটিসিতে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ওএসডি থাকা কর্মকর্তাদের পুনরায় যুক্ত করা বাহিনীর জন্য ইতিবাচক। এতে অভিজ্ঞ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজের সুযোগ তৈরি হবে। এ ধরনের একযোগে পদায়ন পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ব্যবস্থাপনাকে গতিশীল করবে।

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ড আইজ

এছাড়াও পড়ুন:

‘কাণ্ডজ্ঞান’ নিয়ে কটাক্ষের শিকার মাধুরী

বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল! তার রূপ, অভিনয় আর ঝড় তোলা নাচ ভোলার মতো নয়। একজন বাঙালি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। অভিনয় আর নৃত্যশৈলীর কারণে হাততালি যেমন কুড়িয়েছেন, তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে বার বার আলোচনার উঠে এসেছেন এই তারকা। এবার কানাডায় গিয়ে কটাক্ষের মুখে পড়লেন মাধুরী। 

মিড ডে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি কানাডা ট্যুরে গিয়েছেন মাধুরী দীক্ষিত। তার বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে। প্রথম শোয়ের দিন ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছানে এই অভিনেত্রী। এ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। কেবল তাই নয়, এ অভিনেত্রীর পরবর্তী শো বয়কটেরও দাবি উঠেছে। 

আরো পড়ুন:

ঋত্বিক ঘটক কীভাবে বিধু বিনোদ চোপড়ার নাম রাখেন?

আমি আজ যা কিছু, সবই নারীদের জন্য: শাহরুখ

মাধুরীর এ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশাল দেবগন লেখেন, “বাজে শো। অন্তত দর্শকদের সময় নিয়ে একটু ভাবুন।” আরেকজন লেখেন, “রাতে কি একটা বাজে অনুষ্ঠান...আর তারা এর জন্য টাকা পায়?” অন্য একজন লেখেন, “এটি মাধুরীর কাণ্ডজ্ঞানহীন আচরণ।”  

পদ্মা সিং লেখেন, “এটা খুবই খারাপ অনুষ্ঠান ছিল। এত অগোছালো। অনেক লোক বেরিয়ে যান। মানুষ টাকা ফেরতের জন্য চিৎকার করছিল এবং একঘেয়েমি ছিল। মাধুরী সুন্দরী অভিনেত্রী; শো দেখতে যারা গিয়েছিলেন, তাদের প্রত্যেককে এ বিষয়ে একমত হবেন। কিন্তু আয়োজনটা খুব খারাপ হয়েছে।” 

মাধুরীর শো না দেখার আহ্বান জানিয়ে একজন লেখেন, “আপনাদের একটি পরামর্শ দিই, আপনারা কেউ মাধুরীর শোয়ে গিয়ে পয়সা নষ্ট করবেন না।” অনেক অংশগ্রহণকারী জানিয়েছেন, অনুষ্ঠান শুরুর কথা ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু অনুষ্ঠান শুরু হয় রাত ১০টার দিকে। এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • নিউ ইয়র্ক-এর ফাস্ট লেডি ‘রামা দুয়াজি’
  • রোমান সম্রাজ্ঞী মেসালিনাকে যেকারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো
  • ডাকসু নেতার প্রবীণ ব্যক্তিকে লাঠি হাতে শাসানো নিয়ে সমালোচনা-বিতর্ক
  • এক কাপ কফি খাও, তারপর লিখতে বসো—মতি ভাই বললেন
  • ডিএনএ পরীক্ষা করানোর ঘোষণার পরদিন সেই ইউএনওকে ওএসডি
  • মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু দেওয়ার চেষ্টা মাতাল ব্যক্তির
  • রূপালী ব্যাংকে নিয়োগ, আবেদন ডাক/কুরিয়ারে
  • দিনমজুর বাদশা মিয়াকে আমাদের সাধুবাদ
  • প্রেমিককে সামনে আনলেন জেনিফার
  • ‘কাণ্ডজ্ঞান’ নিয়ে কটাক্ষের শিকার মাধুরী