ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের অতিরিক্ত আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে। তাদের ধারণা ছিল ভারতের ১৪০ কোটি মানুষের বিশাল বাজারকে কোনোভাবেই এড়াতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় ধরনের ছাড় দিতে তারা প্রস্তুত ছিলেন না। এর পরিণতিতে ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের খড়গ নেমে এসেছে। বুধবার রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের পাঁচ দফা বাণিজ্য আলোচনার হয়েছিল। সর্বশেষ আলোচনার পরে ভারতীয় কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি অনুকূল চুক্তি নিশ্চিত করার ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, তারা গণমাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন- শুল্ক ১৫ শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ করা যেতে পারে। ভারতীয় কর্মকর্তারা আশা করেছিলেন, ট্রাম্প ১ আগস্টের সময়সীমার কয়েক সপ্তাহ আগে নিজেই চুক্তিটি ঘোষণা করবেন। কিন্তু ঘোষণাটি কখনো আসেনি।

শেষ পর্যন্ত ৩০ জুলাই ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে তিনি ভারতের ওপর আরো শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছিলেন। বুধবার তিনি ভারতের ওপর আরো ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে ভারতের ওপর আরোপিত মোট মার্কিন শুল্কের পরিমাণ হলো ৫০ শতাংশ।

উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক ভুল বিচার, ভুলবার্তা এবং তিক্ততার মিশ্রণ বিশ্বের বৃহত্তম ও পঞ্চম বৃহত্তম অর্থনীতির মধ্যে চুক্তিটি ভেঙে দিয়েছে, যাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৯০ বিলিয়ন ডলারেরও বেশি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফর করেছিলেন। ওই সময় মোদি ও ট্রাম্প ২০২৫ সালের শরৎকালের মধ্যে একটি চুক্তি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণেরও বেশি করে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে সম্মত হন। ৪৭ বিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য ঘাটতি পূরণের জন্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৫ বিলিয়ন ডলার পর্যন্ত জ্বালানি কেনার এবং প্রতিরক্ষা আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে ভারতীয় কর্মকর্তারা এখন স্বীকার করেছেন,  ট্রাম্প একটি ‘বড়’ আসন্ন চুক্তির কথা বলার পর ভারত অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। তারা এটিকে একটি সংকেত হিসেবে নিয়েছিল যে, একটি অনুকূল চুক্তি হাতে আসছে। এরপর নয়াদিল্লি তার অবস্থান কঠোর করে, বিশেষ করে কৃষি ও দুগ্ধজাত পণ্যের উপর।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে আলোচনায় জড়িত একজন ভারতীয় কর্মকর্তা বলেছিলেন, “আমরা দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ১৪০ কোটি মানুষের বাজারকে উপেক্ষা করতে পারে না।”

হোয়াইট হাউসের কাছে এটি অগ্রহণযোগ্য ছিল। 

আলোচনার সাথে পরিচিত ওয়াশিংটনভিত্তিক একটি সূত্র বলেছেন, “ট্রাম্প বৃহত্তর বাজারে প্রবেশ সুবিধা, বিনিয়োগ ও বৃহৎ ক্রয়ের মাধ্যমে একটি শিরোনাম-আকর্ষণীয় ঘোষণা চেয়েছিলেন।”

একজন ভারতীয় কর্মকর্তা স্বীকার করেছেন, নয়াদিল্লি অন্যদের প্রস্তাবের সাথে মেলে না।

উদাহরণস্বরূপ, দক্ষিণ কোরিয়া ট্রাম্পের ১ আগস্টের সময়সীমার ঠিক আগে একটি চুক্তি করে। তারা ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ, জ্বালানি আমদানি এবং চাল ও গরুর মাংসের উপর ছাড় দিয়ে ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ হার নিশ্চিত করে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি ও লবিস্ট মার্ক লিনস্কট বলেন, “এক পর্যায়ে উভয় পক্ষই চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি ছিল। অনুপস্থিত উপাদানটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে সরাসরি যোগাযোগের লাইন।”

আলোচনায় জড়িত একজন ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মোদি ফোন করতে পারতেন না, কারণ ট্রাম্পের সাথে একতরফা কথোপকথন অন্য পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন।

তবে, অন্য তিনজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করার বিষয়ে ট্রাম্পের বারবার মন্তব্য আলোচনাকে আরো চাপে ফেলেছে। এটি মোদিকে শেষ পর্যায়ে ফোন না করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

এই কর্মকর্তাদের এক জন বলেছেন, “পাকিস্তান সম্পর্কে ট্রাম্পের মন্তব্য ভালোভাবে গ্রহণ করা হয়নি। আদর্শভাবে, ভারতের উচিত ছিল মার্কিন ভূমিকা স্বীকার করা এবং চূড়ান্ত কলটি আমাদেরই ছিল তা স্পষ্ট করে দেওয়া।”

ভারতীয় সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্বল বিচারবুদ্ধির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, “ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান এবং ইইউর সাথে আমেরিকার আরো ভালো চুক্তি হওয়ার পর আমাদের প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তার অভাব ছিল। আমরা এখন এমন একটি সংকটের মধ্যে আছি যা এড়ানো যেত।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত র শ ষ পর য কর ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

অচলায়তন ভেঙে সক্রিয় হওয়ার অপেক্ষায় কোয়াব

‘‘কোনো একজন ব‌্যক্তির জন‌্য ক্রিকেট থেমে থাকতে পারে না।’’ মোহাম্মদ মিঠুন কখনো ভাবেননি ক্রিকেট মাঠে দাঁড়িয়ে কখনো এমন কথা বলতে পারবেন। সঙ্গেও এ-ও যোগ করেন, ‘‘এর আগে কখনো কোয়াবের সঙ্গে বিশেষ করে বর্তমান খেলোয়াড় কখনো জড়িত ছিল না। কারণ আমরা অনুভব করতাম যারা এর আগে দায়িত্বে ছিল, তারা আমাদের জন্য কাজ করবে। এই আশায় আমরা শেষ ১৫ বছর, ২০ বছর বা ৩০ বছর তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি বা তাদের ওপর নির্ভর করে আমরা লম্বা সময় ভুগেছি।’’

জাতীয় দলে খেলা এই ক্রিকেটারের আঙুল তুলেছেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়ের ওপর। যিনি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ছিলেন ১৫ বছর। কোনো নির্বাচন, কোনো প্রতিদ্বন্দ্বীতা, কোনো বিরুদ্ধ আওয়াজ ছাড়াই হট সিটে বসে অনায়েসে দায়িত্ব পালন করেছেন। যদিও ক্রিকেটারদের অভিযোগ, ‘‘কেবল সিটটাই দখল করে রেখেছিলেন তিনি। কোনো দায়িত্বই পালন করেননি।’’

শুধু মিঠুন নয়, বাকি সব ক্রিকেটারদের একই অভিযোগ। তাদের এক দাবি, নির্বাচন। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা, সাবেক ক্রিকেটাররা, পুলের ক্রিকেটাররা এবং বিভিন্ন লিগে খেলা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের খেলোয়াড় এক হয়েছিলেন কোয়াবের নতুন অফিসে। জাতীয় ক্রীড়া পরিষদ মিরপুরেই তাদের স্থায়ী ঠিকানা দিয়েছে। নতুন অফিসে চূড়ান্ত হয়েছে নির্বাচনের দিনক্ষণ।

আরো পড়ুন:

‘আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত’

ক্রিকেটকে এখনো উপভোগ করছেন সাকিব

আগামী ৪ সেপ্টেম্বর ক্রিকেটারদের সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের আহবায়ক সেলিম শাহেদ। এছাড়া কোয়াবের কাঠামোতে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নির্বাচনে থাকছে না সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।

সেলিম শাহেদ গনমাধ্যমকে বলেছেন, ‘‘আমাদের আজকে একটা মিটিং ছিল কোয়াবের, যেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ইলেকশন কবে হবে এবং ইলেকশনের প্রসেসটা কী হবে। আমরা সেপ্টেম্বর মাসের ৪ তারিখে ইলেকশনের ডেট ফাইনাল করেছি এবং ৪ তারিখের মধ্যে আমাদের বাকি যে সমস্ত ইলেকশন রিলেটেড কাজ সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। অর্থাৎ মেম্বারশিপ, প্লাস নমিনেশন ফর্ম কেনা, নমিনেশন ফর্ম জমা দেওয়া, এই সমস্ত জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করবো এবং ৪ তারিখে, অর্থাৎ ৪ঠা সেপ্টেম্বর, আমরা ইলেকশনের জন্য প্রসিড করবো।’’

তিন সদস‌্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। ইলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে ইফতেখার রহমান মিঠুকে। তার সাথে দুই সদস্য হিসেবে আছেন নাসির আহমেদ নাসু  ও হাবিবুল বাশার সুমন।

কোয়াবের সদস‌্য হওয়ার জন‌্য নতুন ক্রাইটেরিয়াও ঠিক করা হয়েছে। আজীবন সদস‌্যপদ আগে ছিল না। নতুন করে যুক্ত করা হয়েছে। যেখানে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা ৫০ হাজার টাকার বিনিময়ে এই পদ নিতে পারবেন। আর জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের গুনতে হবে ১ লাখ টাকা। ভোটাধিকার তারা পাবেন। লাগবে না কোনো বাৎসরিক ফি।

স্থায়ী সদস্যপদের ক্ষেত্রে, ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ অথবা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটাররা ৫ হাজার টাকা দিয়ে এই পদ নিতে পারবেন। এই ক্যাটাগরির সদস্যদের বাৎসরিক ফি দেওয়া লাগবে।

এর বাইরে রয়েছে সহযোগী সদস্যপদ। এই ক্যাটাগরির জন্য ২ হাজার টাকা ফি ও বাৎসরিক ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই সদস্যরা ভোটের অধিকার পাবেন না।

ঢাকা/ইয়াসিন/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • মাগুরায় ‘রেডি টু কুক ফিশ’ প্রযুক্তিতে সফল উদ্যোক্তা লিজা
  • ট্রুডো ও সোফি: জীবন থেমে থাকে না, হৃদয় আবার ডাকে
  • নাটকীয়তা আর রহস্যে মোড়ানো ফ্রেন সিলাকের জীবন
  • ভুল রেলস্টেশনে নামা তরুণীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার
  • পাবনায় মসজিদের নির্মাণকাজ নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু
  • গয়নার দোকান থেকে গুজবের বাজার—তামান্না অবশেষে মুখ খুললেন রাজ্জাক প্রসঙ্গে
  • আবুল হাসানকে নিয়ে নতুন গল্পগাছা ও পূর্বাপর
  • সরকারের কাছ থেকে ভোট আদায় করেই ছাড়ব: মির্জা আব্বাস
  • অচলায়তন ভেঙে সক্রিয় হওয়ার অপেক্ষায় কোয়াব