আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিডিয়া সেল উপকমিটি সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ২টায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মিডিয়া সেল উপকমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

মিলন জানান, ২০০৯ সালে মহানগর বিএনপির এমন সম্মেলন হয়েছিল। তাই এই সম্মেলন হবে উৎসবমুখর। এই সম্মেলন মিলনমেলায় পরিণত হবে। নগরের সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ডেলিগেটেডসহ সকল নেতাকর্মী যোগ দেবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরো পড়ুন:

নির্বাচনের তারিখ ঘোষণা করায় কিছু উপদেষ্টার মন খারাপ: হাফিজ

সেনাবাহিনীকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল

তিনি বলেন, ‘‘বিগত দিনের সব ভেদাভেদ ভুলে বিএনপি এখন এক কাতারে। এই সম্মেলনে সাবেক-বর্তমান, সিনিয়র-জুনিয়ার- সবাই উপস্থিত থাকবেন। কোনো ভেদাভেদ থাকবে না।’

সংবাদ সম্মেলনে নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, নগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বতর্মান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন নগর ব এনপ র ব এনপ র স রহম ন হ নগর

এছাড়াও পড়ুন:

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থী আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্রসহ আলহাজ্ব এনামুল হক মোল্লা (৪৮) নামের এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে আটক করা হয়েছে। তিনি সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপি শাখার সভাপতি হিসেবেও পরিচিত।

বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বরামা গ্রামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। রাত দেড়টা থেকে ভোর সোয়া পাঁচটা পর্যন্ত টানা এই অভিযান চালানো হয়। 

গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় এনামুল হক মোল্লার সঙ্গে আরো ছয়জনকে আটক করা হয়। তারা হলেন- শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।

অভিযানের সময়ে তাদের অবস্থানস্থল থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি বেতার (ওয়াকিটকি) সেট, চারটি লাঠি (বেটন), দুটি ইলেকট্রিক শক ডিভাইস, একটি হ্যামার নেল গান ও একটি ধারালো চাকু।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামসহ আটক সাতজনকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, “আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ ও জব্দকৃত আলামত পর্যালোচনা শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি জানান, তদন্তের স্বার্থে অভিযানের বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না।

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত নিবন্ধ