রুদ্ধদ্বার বৈঠক করবে পুতিন ও ট্রাম্প
Published: 14th, August 2025 GMT
আলাস্কায় শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত থাকবে না। পরে তারা যৌথ বিবৃতি দেবেন। বৃহস্পতিবার ক্রেমলিনের সহযোগী ইউরি ইশাকভ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুই নেতার আলোচনার কেন্দ্রীয় বিষয় হবে ইউক্রেনের যুদ্ধ। এর পরে প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে। প্রাতঃরাশের সময়েও এই আলোচনা অব্যাহত থাকবে।
উশাকভ জানান, শেষে সংবাদ সম্মেলনটি ‘আলোচনার ফলাফলের সংক্ষিপ্তসার’ হিসাবে কাজ করবে।
ক্রেমলিন জানিয়েছে, আলাস্কায় যাওয়া রুশ প্রতিনিধিদলের মধ্যে উশাকভ নিজে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ, অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ এবং রাশিয়ান ব্যবসায়ী কিরিল দিমিত্রিভ অন্তর্ভুক্ত থাকবেন।
উশাকভ জানিয়েছেন, পুতিন এবং ট্রাম্প বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার সুযোগ হিসেবে শীর্ষ সম্মেলনটিও ব্যবহার করবেন।
তিনি বলেছেন, “অবশ্যই, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর বিষয়গুলোর পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলোরও সমাধান করা হবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় আটক করা হয় দুইজনকে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন:
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার
টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
আরো পড়ুন: টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও আটজন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।
আরো পড়ুন: টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৮
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/মাসুদ