হবিগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Published: 19th, September 2025 GMT
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় আবু হানিফ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে উপজেলার ওলিপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়।
আরো পড়ুন:
নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা
নোয়াখালীতে ট্রাক বোঝাই ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ
অভিযানে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ব্যথানাশক ২ হাজার ৬০০ পিস ট্যাবলেট, সিগারেট, চকলেট, নকল ডং ডং চিপস, ৩০টি শাড়িসহ প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়।
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘‘মহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো চোরাকারবারি এই মহাসড়ক ব্যবহার করে চোরাইপথে আনা পণ্য নিতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘‘চোরাই ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যান থানায় রাখা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/মামুন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাত না মেলানো, বর্জনের হুমকি আর ম্যাচ রেফারির ক্ষমাপ্রার্থনা—এরপর সামনে কী
সন্ধ্যার পর দুবাইয়ের রাস্তায় ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। পরশু সন্ধ্যায়ও যখন পাকিস্তান–সংযুক্ত আরব আমিরাত ম্যাচ নিয়ে ঘোর অনিশ্চয়তা, তখন সেটিই পাকিস্তান দলের সঙ্গে লিয়াজোঁ কর্মকর্তাকে জানিয়েছিল দুবাইয়ের পুলিশ। পরে প্রায় ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে তারা মাঠে গেছে, ম্যাচও খেলেছে।
এক দল মাঠে এসেছে ঠিক সময়ে, অন্য দল ম্যাচ রেফারি নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় থেকে দেরিতে হোটেল ছাড়ায় ম্যাচ শুরু হয়েছে এক ঘণ্টা পর, এ রকম বিচিত্র ঘটনা সম্ভবত এশিয়া কাপের মতো টুর্নামেন্টেই কেবল কল্পনা করা যায়। অবশ্য এশিয়া কাপের অদ্ভুত কিছু করে দেখানোর ক্ষমতা নতুন কিছু নয়।
ভারত আর পাকিস্তান চিরবৈরী দুই প্রতিবেশী দেশ, যাদের প্রায় সব পর্যায়েই মুখ দেখাদেখি বন্ধ। গত মে মাসের রাজনৈতিক উত্তাপে খেলা বন্ধ করতে আদালতের শরণাপন্ন হওয়ার ঘটনাও ঘটেছে। এমন দুটি দলকেও বারবার একসঙ্গে মাঠে নামিয়ে দিতে পারে এই টুর্নামেন্ট।
এবারের এশিয়া কাপ মুখোমুখি বসিয়েছে আদর্শিকভাবে বিপরীত মেরুতে থাকা সাবেক দুই পিসিবি সভাপতি নাজাম শেঠি আর রমিজ রাজাকেও। উদ্দেশ্যটা যে ছিল এক! অ্যান্ডি পাইক্রফটকে পাকিস্তানের ম্যাচে ম্যাচ রেফারি থাকতে না দেওয়া। পিসিবি ও এসিসির প্রধান মহসিন নাকভীর ডাকে সাড়ে দিয়ে তাঁরাও পরশু পরামর্শ সভায় বসেছিলেন লাহোরে।
লাহোরে বুধবার সংবাদ সম্মেলনে মহসিন নাকভি (মাঝে), নাজাম শেঠি (বাঁয়ে) ও রমিজ রাজা (ডানে)