বেপরোয়া বোরাক বাসের ধাক্কায় বন্দরে পুলিশের ৩  কনস্টেবল আহত হয়েছে। ওই সময় টহলরত পুলিশের গাড়ীটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায়  অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন। 

পুলিশ দুর্ঘটনা কবলিত স্থান থেকে ঘাতক বাস ও এর চালক আব্বাস আলী (৩২) কে আটক করেছে। আটককৃত আব্বাস আলী বন্দর উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।

আহত পুলিশ কনস্টেবলরা হলো জহির (২৯), রাজিব (২৭) ও সামসুদ্দোহা (২৪)। আহতদের মধ্যে কনস্টেবল জহির ও  রাজিবকে গুরুতর জখম অবস্থায়  উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বন্দর থানার মদনগঞ্জস্থ ৩য় শীতলক্ষ্যা ব্রীজের সামনে  এ দুর্ঘটনাটি ঘটে।

থানা পুলিশের তথ্যসূত্রে জানা গেছে,  শুক্রবার বেলা সাড়ে ১১টার সময়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান করে। 

 এক পর্যায়ে তিনি গাড়ির থেকে নেমে সেতুটি আকস্মিক পরিদর্শন করার সময় বেপরোয়া গতিতে আসা মোক্তারপুরগামী  বোরাক বাস (ঢাকা মেট্রু-ঠ ১৪-৩৯০৩) সেতুতে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। 

ধাক্কার তীব্রতায় পুলিশের পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় । গাড়ির ভেতরে থাকা তিন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা এবং অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, বেপরোয়া বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করেছি। ঘাতক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন (রূপনগর-পল্লবী) থেকে বিএনপির প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানান, স্নিগ্ধর সদস্যপদ গ্রহণের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আরো পড়ুন:

বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী

টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান 

এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ