স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত
Published: 19th, September 2025 GMT
চাঁদপুরের কালিভাংতিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী করিম সরকার (৫৬) নিহত হয়েছেন। এতে তার স্ত্রীসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-মতলব সড়কের কালিভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত করিম সরকারের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ উপাদী ইউনিয়নের দীঘলদী গ্রামে। স্বজনরা জানান, করিম সরকার চট্টগ্রামে চাকরি করতেন। ছুটিতে গ্রামের বাড়ি এসে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
আরো পড়ুন:
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক আটকের চেষ্টা চলছে।’’
প্রত্যক্ষদর্শীরা বলেন, চাঁদপুর থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির বালুবাহী ট্রাক বিপরীতদিক থেকে আসা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে করিম সরকার মারা যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, একজনকে মৃত এবং চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা/জয়/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ন হত কর ম সরক র দ র ঘটন
এছাড়াও পড়ুন:
বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ
জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ তথ্য জানা গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন (রূপনগর-পল্লবী) থেকে বিএনপির প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জানান, স্নিগ্ধর সদস্যপদ গ্রহণের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
আরো পড়ুন:
বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী
টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ