রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ব্লগার জিসানের মোটরসাইকেল গাজিপুরে উদ্ধার, গ্রেপ্তার ১
Published: 20th, September 2025 GMT
রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়ক থেকে আলোচিত ব্লগার জিসানের ছিনতাই হওয়া মোটসাইকেলটি গাজিপুরে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় লিমন (২০) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর হয়। এরআগে শুক্রবার গভীর রাতে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ’গ’ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিউব ব্লগার জিসান (১৮) নামীয় ভুক্তভোগী ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায় তার বন্ধু ফয়সাল (২২) নিজ নিজ মালিকানাধীন মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে আসে।
পরবর্তীতে রাত ২টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৩জন দুষ্কৃতিকারী ভিকটিম জিসানের মোটসাইকেলের গতিরোধ করে থামায়। উক্ত অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারীর মধ্যে ২ জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে আঙ্গুলে কাটা রক্তাক্ত জখম করে।
পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে আসামি ইমতিয়াজ লিমন ওরফে রিমন (২০) কে গাজীপুরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ থ ন উদ ধ র
এছাড়াও পড়ুন:
দলীয় নির্দেশনা পালন করতে অঙ্গীকারবদ্ধ ও বদ্ধপরিকর : রাজিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে কুতুবপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলীগঞ্জ থেকে শুরু করে মধ্য আলীগঞ্জ দিয়ে ফতুল্লা রেল স্টেশন হয়ে বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও জনগণের দোরগোড়ায় গিয়ে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি জনগণের কাছে বিএনপির উন্নয়ন পরিকল্পনা ও দলের ঘোষিত রূপরেখা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময়ে বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব বলেন, হ্যাঁ না এর সম্পূর্ণ অযৌক্তিক অগণতান্ত্রিক ভোট কোনভাবে মেনে নেওয়া যায় না। হ্যাঁ -না ভোট দিয়ে বিএনপিকে একটি কর্ণারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে।
বিএনপি এদেশে মানুষের কথা বলে গণতন্ত্রের কথা বলে। বাংলাদেশ একটি উদ্বার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক সেটাই চায় বিএনপি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতান্তের প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং গণতন্ত্রের কথা বলে বিএনপির সাথে বাংলাদেশের কোন রাজনৈতিক দল পেড়ে উঠা সম্ভব না।
বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তা পূরণের জন্য বিএনপির কাজ করে ক্ষমতায় যাওয়ার জন্য না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য। সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীতেও তো যেমন ছিল ভবিষ্যতেও রাজপথে থাকবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আমরা তাদেরকে সুস্বাগতম জানাই। আমাদের দলে দর্শনই হচ্ছে ব্যক্তিত্বে দল বড় দলের চেয়ে দেশ বড়। আমরা বিশ্বাস করি আমাদের সে আস্থা রয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের প্রতি। উনার প্রতি আমাদের পরিপূর্ণ আস্তা রয়েছে উনি যেই সিদ্ধান্ত নিবেন সেটা দেশের স্বার্থের কথা চিন্তা করে নিবেন।
উনি দল কিনবা ব্যক্তির স্বার্থ চিন্তা করে নিবে না এই বিশ্বাস আমাদের পুরোপুরি আছে। অতএব উনি যার হাতে ধানের শীষ দিবে আমরা অন্ধের মতন তার পক্ষে কাজ করব। আমার কাছে ব্যক্তি কিংবা প্রার্থী সেটা বিষয় না আমার তাকে দিয়েছে আমি অন্ধের মতন তার পক্ষে কাজ করব।
শুধু আমি না বাংলাদেশের প্রতিটি আসনে একইভাবে সকল নেতাকর্মী যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের নেতাকর্মী তারা সবাই তারেক রহমানের নেতৃত্বের উপর আস্থাশীল তারা অন্ধের মতো দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে। এখানে দ্বিতীয় কোন কথা নেই আর কথার কোন সুযোগও নাই।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনে যদি দলীয় প্রার্থী না দেওয়া হয় তাহলে দলগতভাবে জোটভুক্ত হয়ে যে প্রার্থীকেই মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব। এবং দলীয় যে নির্দেশনা দিবে তা আমরা পালন করতে অঙ্গীকারবদ্ধ ও বদ্ধপরিকর।
আর নারায়ণগঞ্জ ৪ আসনে যেটা আমার দল ও তারেক রহমান দিবে সেটাই আমার রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার এবং দলের প্রতিটি আমাদের দায়িত্ব সেটাই কাজ করতে হবে।
এসময় নারায়ণগঞ্জ জেলা, ফতুল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।