পোষ্য কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমমের মেয়ে। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের একটি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তার প্রাপ্ত নম্বর ৪০ এবং ফলাফলে মেধাক্রম ছিল ৩২ হাজার। তবে ওই অনুষদে কোটা ব্যাতিত মেধাতালিকার সর্বশেষ ৫০৩৫ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

আরো পড়ুন:

বিভিন্ন দাবিতে ববি শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটেক ভবন ববি শিক্ষার্থীদের দখলে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি হওয়া তিনজন শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। এরা হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়ে যার প্রাপ্ত নম্বর ৪০, বিশ্ববিদ্যালয়ের স্টোর কর্মকর্তা মাহমুদুল হাসানের ছেলে (৩৯.

৫০ নম্বর) ও ইলেকট্রিশিয়ান আরিফ হোসেন সুমনের ছেলে (৫৩.৫০ নম্বর)। চলতি বছর পোষ্য কোটাসহ বিভিন্ন কোটায় ভর্তি হয়েছেন মোট ২১ জন শিক্ষার্থী।

চলতি বছর বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোটায় ভর্তি হন ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ‘এ’ ইউনিটে প্রতিবন্ধী কোটায় তিনজন, হরিজন ও দলিত কোটায় একজন। ‘বি’ ইউনিটে মুক্তিযোদ্ধা (সন্তান) চারজন, প্রতিবন্ধী দুইজন, হরিজন ও দলিত একজন, ক্ষুদ্র নৃগোষ্ঠী একজন। ‘সি’ ইউনিটে ক্ষুদ্র নৃগোষ্ঠী দুইজন, বিকেএসপি একজন, মুক্তিযোদ্ধা একজন, হরিজন ও দলিত একজন, প্রতিবন্ধী একজন।

গত বছর কোটা নিরসনে কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে রুপ নেয়।  পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। কিন্তু তারপরেও কোটা পদ্ধতি বহাল রেখে উপাচার্য নিজ মেয়েকে কোটায় ভর্তি করানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

তারা জানান, পোষ্য কোটা হলো সবচেয়ে বড় অযোক্তিক কোটা। একজন উপাচার্যের সন্তান যদি মেধার ভিত্তিতে ভর্তি হতে না পেরে কোটার সুযোগ নিয়ে ভর্তি হয়, তা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এই অযোক্তিক কোটা বাতিল করা হোক এবং যোগ্যদের সুযোগ দেওয়া হোক।

এ বিষয়ে ভর্তি টেকনিক্যাল কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “গুচ্ছের নিয়ম অনুযায়ী ৩০ নম্বর পাস মার্ক অতিক্রম করলেই কোটা ব্যবহার করা যায়। উপাচার্যের মেয়ে শর্ত পূরণ করেই কোটার সুবিধা পেয়েছেন। এখানে নিয়মের বাহিরে কোনো বাড়তি সুবিধা দেওয়া হয়নি।”

ঢাকা/আরিফ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক ট য় ভর ত উপ চ র য র

এছাড়াও পড়ুন:

মার্কিন চাকরির বাজারে মন্দা, কমেছে নিয়োগ

বিশ্বের বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ চাকরির খোঁজে ভিড় জমান এই দেশে। তবে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ঘিরেও তৈরি হয়েছে দুশ্চিন্তা।

নতুন এক তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এবং এ বছরের শুরুতে অতীতের তুলনায় দুর্বল ছিল যুক্তরাষ্ট্রের চাকরির বাজার। এই তথ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতির পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন শ্রম দপ্তর বলছে, ২০২৫ সালের মার্চে গত এক বছরের মধ্যে প্রাথমিক প্রতিবেদনের চেয়ে ৯ লাখ ১১ হাজার কম চাকরি হয়েছে। এই তথ্যে বার্ষিক ‘বেঞ্চমার্ক রিভিশন’ অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠান এবং বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর চাকরির হিসাব অন্তর্ভুক্ত করতে প্রতিবছর এই সংশোধিত তথ্য প্রকাশ করা হয়।

যে খাতে নতুন চাকরি সব থেকে কম

সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে চাকরির সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম ছিল।

হোটেল, রেস্তোরাঁসহ বিনোদন ও হসপিটালিটি খাতে ১ লাখ ৭৬ হাজার কম চাকরি সৃষ্টি হয়েছে।

পেশাগত ও ব্যবসায়িক সেবা খাতে চাকরি কমেছে ১ লাখ ৫৮ হাজার।

খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোয় ১ লাখ ২৬ হাজার কম চাকরি হয়েছে।

আরও পড়ুনএ সপ্তাহে (১২ থেকে ১৮ সেপ্টেম্বর) সেরা সরকারি চাকরি, পদ ৪ হাজার১৯ সেপ্টেম্বর ২০২৫উদ্বেগ বাড়ছে

অপর এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের আগস্টে মার্কিন শ্রমবাজারে মাত্র ২২ হাজার নতুন চাকরি তৈরি হয়েছে। এই খবর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতি এর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে আমদানির ওপর আরোপিত অতিরিক্ত করনীতি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে তারা নতুন কর্মী নিয়োগে পিছিয়ে যাচ্ছে।

বিএমও ক্যাপিটাল মার্কেটসের সিনিয়র অর্থনীতিবিদ সাল গুয়াতিয়েরি বলেন, ‘সংশোধিত তথ্য চাকরির বাজারের একটি দুর্বল চিত্র দেখাচ্ছে।’ তিনি আরও বলেন, যদিও এই তথ্য মার্চের পরের সময়ের অবস্থা সরাসরি দেখায় না, তবে এটি প্রমাণ করে যে শ্রমবাজার ‘বাণিজ্যযুদ্ধ শুরুর আগেই দুর্বল হয়ে পড়েছিল।’

গুয়াতিয়েরি জানান, মার্চের পর থেকে গড়ে মাসিক চাকরি সৃষ্টি নেমে এসেছে মাত্র ৫৩ হাজারে, যা একটি স্পষ্ট অবনমনের ইঙ্গিত।

রাজনৈতিক প্রেক্ষাপট এবং পুরোনো অভিযোগ

গত বছরও প্রাথমিক বেঞ্চমার্ক সংশোধনে দেখা গিয়েছিল, ২০২৪ সালেও প্রাথমিক তথ্যের তুলনায় ৮ লাখ ১৮ হাজার কম চাকরি তৈরি হয়েছিল।

তখন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই পরিসংখ্যান ‘কারসাজি করে তৈরি করা হয়েছে’ যাতে অর্থনীতির দুর্বলতা গোপন রাখা যায় এবং ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের সুবিধা হয়। তবে সমালোচকেরা বলেছিলেন, যদি এ ধরনের কারসাজি থাকত, তাহলে সরকার কেন নির্বাচনের দুই মাসেরও বেশি আগে এই তথ্য প্রকাশ করত।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওই বছরের চূড়ান্ত তথ্য প্রকাশিত হলে কিছুটা ভালো হলেও পরিস্থিতি উদ্বেগজনকই ছিল। তখন দেখা যায়, চাকরির সংখ্যা ৫ লাখ ৮৯ হাজার কম, যা আগের প্রাথমিক হিসাবের তুলনায় সামান্য উন্নতি হলেও যথেষ্ট খারাপ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫চাপ বাড়ছে রিজার্ভের ওপর

সর্বশেষ এ তথ্য ফেডারেল রিজার্ভের ওপর সুদের হার কমানোর চাপ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। আইএনজির অর্থনীতিবিদ জেমস নাইটলি জানিয়েছেন, শুধু সেপ্টেম্বর নয়, ফেডারেল সরকার অক্টোবর এবং ডিসেম্বরে সুদের হার আরও কমাতে পারে, যাতে অর্থনীতিতে গতি ফেরানো যায়।

চাকরি সৃষ্টির গতি কমতে থাকায় এবং ব্যবসা প্রতিষ্ঠানের আস্থা কমে যাওয়ায় অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নীতিনির্ধারকেরা এখন অর্থনীতিকে সচল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তীব্র চাপে রয়েছেন।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ইবির আইন বিভাগের শিক্ষককে চাকরিচ্যুত
  • সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধীর ৩০ হাজার টাকা আত্মসাতের
  • সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের প্রধান আওয়ামী লীগ নেতা মেহেদী গ্রেপ্তার
  • গণ-অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই: মঈন
  • ১৩ কোটি ৭৭ লাখ টাকায় জমি কিনবে ক্রাউন সিমেন্ট
  • টিকটকের অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে
  • কর্মী ভিসায় ট্রাম্পের ফি আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ
  • মার্কিন চাকরির বাজারে মন্দা, কমেছে নিয়োগ
  • ভাঙ্গায় থানা ভাঙচুর মামলায় বিদেশে থেকে আসামি হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি