সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মা মোমেনা বেগম (৫০) ও তার মেয়ে রত্না খাতুন (২৪)।  শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকা থেকে তাদেও গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন নজরুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারকৃত আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের কৌশলে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১,৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০,০০০ টাকা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃত মোমেনা বেগম মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার আবিরপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, মা মোমেনা বেগমের সহযোগিতায় মেয়ে রত্না  খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করতেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

খুলনায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জোহরা বেগম (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় বাসের ধাক্কায় তিনি মারা যান। দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী জোহরা। 

এলাকাবাসী জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জোহরা কাঁঠালতলা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাইকগাছাগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘাতক বাস ও সেটির চালক আটক হয়েছেন। 

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কা, নিহত ১

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

দুর্ঘটনার মৃত্যু ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান চানু।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন আহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে দুর্ঘটনার শিকার হন তারা। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- পারবটিয়াঘাটার পঙ্কজ হালদার (৪৫), তার স্ত্রী সোনা হালদার (৩৫) ও ছেলে রনিত হালদার (১৫)। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চুকনগর হাইওয়ে থানার ওসি মো. নুরুজ্জামান চানু।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ