কাঁচপুরে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা
Published: 6th, October 2025 GMT
সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টার নামের একটি ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফার্মেসিটিতে ‘ঐবঢ়ধনরম ইনজেকশন’ নামে হেপাটাইটিস বি রোগের একটি ইনজেকশন পাওয়া যায়, যার মেয়াদ ২০২৩ সালে শেষ হয়েছে।
এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ, বিক্রয়ের জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং সরকারি হাসপাতালের রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের ওষুধও জব্দ করা হয়।
সরকারি ওষুধগুলোর মধ্যে ছিল— সেফ্রাডিন ৫০০ মি.
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, “সরকারি ওষুধ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে সাধারণ রোগীরা সরকারি সেবার সুবিধা থেকে বঞ্চিত হন। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে এমন কর্মকাণ্ড চালালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল, উপপরিদর্শক নিউটনের নেতৃত্বে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সরক র
এছাড়াও পড়ুন:
‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম
রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন মাইমুনা মম। নাটক, ধারাবাহিক এবং চলচ্চিত্র-সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। অবশেষে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী।
শুক্রবার (২১ নভেম্বর) মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে।
আরো পড়ুন:
বিয়েতে কনে উপহার পেলেন ১০০ খাটাশ
ভিন্ন ধর্মের একটি বিয়ে নিয়ে গাইবান্ধায় শোরগোল
ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
রাফায়েল ও মম জানান, দেড় বছর আগে তাদের পরিচয়। এই সময়টায় তারা একে অপরকে জানার সুযোগ পান—ঘোরাঘুরি, কথা বলা, মানসিক বোঝাপড়া সবই হয়েছে পরস্পরের সঙ্গে। প্রায় দেড় মাস আগে সম্পর্কটি প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারকে জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরিবারও তাদের সিদ্ধান্তে সম্মতি জানায়।
রাফায়েল আহসান ২০১৪ সালে নির্মাণ করেন ‘নয়ছয়’ নামের সিনেমা। কয়েক বছর ধরে তিনি প্রযোজনায় নিয়মিত। তার প্রযোজিত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে—‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’। এ ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কাঠপেন্সিল’ চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।
মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বলেন, “মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। খুব স্বাভাবিক, সবার থেকে আলাদা। তাই মনে হয়েছে, ওকে নিয়ে ভবিষ্যতের পথচলা সহজ ও সুন্দর হবে।”
২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন মম। এর আগে, তিনি টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
রাফায়েলকে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মম বলেন, “রাফায়েলের সততা আমাকে সবচেয়ে বেশি টানে। কথাবার্তায় কোনো রাখঢাক নেই। খুব স্ট্রেট ফরোয়ার্ড মানুষ। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে নতুন পরিকল্পনা করার তার স্বভাবটা আমার খুব ভালো লাগে।”
এ মুহূর্তে দেশের দুই টিভি চ্যানেলে মম অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে—আরটিভিতে ‘ঘুরিতেছে পাঙ্খা’ ও ‘ম্যানেজ মাস্টার’, দীপ্ত টিভিতে ‘খুশবু’।
ঢাকা/রাহাত