সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র। পৃথক বিবৃতিতে এই দুই সাংস্কৃতিক সংগঠন বলেছে, এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ধর্ম অবমাননার নামে ভিন্নমত দমনের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বিবৃতি পাঠিয়েছেন। আর চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বিবৃতি পাঠান।

দেশ আজ মবের রাজত্বে আবদ্ধ উল্লেখ করে উদীচীর বিবৃতিতে বলা হয়েছে, বাউলশিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা শুধু একজন শিল্পীর স্বাধীনতাকে বন্দী করা নয়—এটি বাংলাদেশের পালাগান-বাউল ধারার দীর্ঘ ইতিহাসে এক দুঃসহ আঘাত, মানবিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে অসম্মানের এক নগ্ন প্রদর্শনী।

উদীচী বলেছে, বাউল আবুল সরকার কেবল একজন কণ্ঠশিল্পী নন, তিনি একজন সাধক। তাঁর কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয়; তা মুক্তির ভাষা, মানবতার আধ্যাত্মিক স্বর। এমন এক মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানো ভয়ানক অন্যায়—এটি অন্ধকারের জয়োৎসব। এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। আমরা অবিলম্বে বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

আরও পড়ুনমানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকার কারাগারে৮ ঘণ্টা আগে

আবুল সরকারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত মুক্তি দাবি জানিয়ে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিবৃতিতে বলা হয়, আবুল সরকারের মতো বাউলশিল্পী ধর্মের প্রতি আস্থা রেখেই স্রষ্টা–বন্দনার মাধ্যমে গানের আসর শুরু করেন। গান ও কথার মাধ্যমে ধর্মের বিভিন্ন মত তুলে ধরে স্রষ্টার প্রতি ভক্তি প্রকাশ করেন। এটির সঙ্গে কেউ দ্বিমত করতে পারেন, কিন্তু তাঁর চিন্তা আপনার মনঃপূত না হলে ধর্ম অবমাননার মামলা ঠুকে দিয়ে তাঁকে গ্রেপ্তার করা চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ।

বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অপশক্তি দ্বিগুণ উৎসাহে ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে চারণ। বিবৃতিতে তারা বলেছে, দেশে যখন না খেতে পেয়ে বা এনজিওর সুদ পরিশোধ করতে না পেরে কেউ আত্মহত্যা করে অথবা সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ানো হয়, যখন একের পর এক কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা কাজ হারিয়ে না খেয়ে থাকেন, সেটি এই সাম্প্রদায়িক গোষ্ঠীর অনুভূতিতে লাগে না। সরকার ও এই ধর্ম ব্যবসায়ীদের ধর্ম অবমাননার নামে ভিন্নমত দমনের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতি দ্রুত নিরপরাধ বাউলশিল্পী আবুল সরকারকে মুক্তি দিতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব উলশ ল প

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রন্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (৩১)। আজ দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত সালাউদ্দিন নগরের কালামিয়া বাজার এলাকার বাসিন্দা৷ গতকাল বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি তাঁর কিডনি জটিলতাও ছিল। এ নিয়ে চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে পুরো বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৩৮ জন। গড় হিসেবে প্রতিদিন ৩৭ জন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মেয়েদের জীবনের থেকে, ওড়না বেশি গুরুত্বপূর্ণ’
  • গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় একজন আটক
  • নারী উদ্যোক্তাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত
  • চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে একজনের মৃত্যু
  • ফেনীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
  • তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকায় জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে: আমীর খসরু
  • কামাল সিদ্দিকী: আমলাতন্ত্রের ঘেরাটোপ ভাঙা একজন দেশপ্রেমী
  • চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • কমনওয়েলথ মহাসচিব শার্লি ঢাকায় আসছেন আজ