একসময় জাতীয় দলই ছিল তাইজুল ইসলামের স্বপ্নের সীমানা। সেখানে পৌঁছে যাওয়ার পর কতটুকু যাবেন, তা নিয়ে কখনো ভাবেননি। তবু সময়ের সঙ্গে তাইজুল পাড়ি দিয়েছেন লম্বা পথ। এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে আজ টেস্ট সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে সাকিব আল হাসানের নামের পাশে নাম লেখিয়েছেন তাইজুল। সাকিবকে ছাড়িয়ে অর্জনটা একার করে নেওয়া এখন তাঁর জন্য শুধুই সময়ের ব্যাপার।

আরও পড়ুনসাকিবকে ধরে ফেলা তাইজুলের দিনে ‘ওয়ানডে’ মেজাজে ব্যাটসম্যানেরা২ ঘণ্টা আগে

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছেন। ৫৭ টেস্টে এখন তাইজুলের উইকেট সংখ্যা ২৪৬। সমান উইকেট নিয়ে এত দিন একাই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব। আর এক উইকেট পেলেই তাইজুল ছাড়িয়ে যাবেন তাঁকে।
এত উইকেট নেবেন কখনো ভেবেছেন কি না, এমন প্রশ্নে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই একটা লক্ষ্য থাকে যে আমি জাতীয় দলে খেলব। কিন্তু জাতীয় দলে খেলার পরে ব্যক্তিগতভাবে এ রকম কোনো লক্ষ্য ছিল না যে আমি এখানে শেষ করব বা এই পর্যন্ত যাব।’

আয়ারল্যান্ড অলআউট হওয়ার পর সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়ছেন তাইজুল (মাঝে).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ইজ ল উইক ট

এছাড়াও পড়ুন:

‘আমাকে যদি আল্লাহ ৭০০টা উইকেট দেয়, আমি ৭০০টা নিতেই রাজি আছি।’

একসময় জাতীয় দলই ছিল তাইজুল ইসলামের স্বপ্নের সীমানা। সেখানে পৌঁছে যাওয়ার পর কতটুকু যাবেন, তা নিয়ে কখনো ভাবেননি। তবু সময়ের সঙ্গে তাইজুল পাড়ি দিয়েছেন লম্বা পথ। এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে আজ টেস্ট সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে সাকিব আল হাসানের নামের পাশে নাম লেখিয়েছেন তাইজুল। সাকিবকে ছাড়িয়ে অর্জনটা একার করে নেওয়া এখন তাঁর জন্য শুধুই সময়ের ব্যাপার।

আরও পড়ুনসাকিবকে ধরে ফেলা তাইজুলের দিনে ‘ওয়ানডে’ মেজাজে ব্যাটসম্যানেরা২ ঘণ্টা আগে

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছেন। ৫৭ টেস্টে এখন তাইজুলের উইকেট সংখ্যা ২৪৬। সমান উইকেট নিয়ে এত দিন একাই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন সাকিব। আর এক উইকেট পেলেই তাইজুল ছাড়িয়ে যাবেন তাঁকে।
এত উইকেট নেবেন কখনো ভেবেছেন কি না, এমন প্রশ্নে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই একটা লক্ষ্য থাকে যে আমি জাতীয় দলে খেলব। কিন্তু জাতীয় দলে খেলার পরে ব্যক্তিগতভাবে এ রকম কোনো লক্ষ্য ছিল না যে আমি এখানে শেষ করব বা এই পর্যন্ত যাব।’

আয়ারল্যান্ড অলআউট হওয়ার পর সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়ছেন তাইজুল (মাঝে)

সম্পর্কিত নিবন্ধ