রাঙ্গাটুঙ্গীর খুদে ফুটবলারদের পাশে কিশোর আলো
Published: 7th, October 2025 GMT
মাঠজুড়ে বল নিয়ে খুদে শিক্ষার্থীদের কাড়াকাড়ি। কোচ বাঁশিতে ফুঁ দিলেই থেমে যাচ্ছে বল। আবার কোচের বাঁশি। আবার মাঠে গড়াচ্ছে বল। হঠাৎ সেখানে এল সাদা রঙের একটি মাইক্রোবাস। সেদিকে এগিয়ে এলেন কোচ। গাড়ি থেকে নামলেন কিশোর আলোর একদল কর্মী।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী গ্রামের জঙ্গলবিলাশ মাঠে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে এভাবে সাক্ষাৎ করতে আসেন সম্পাদক আনিসুল হকের নেতৃত্বে কিশোর আলোর একদল কর্মী।
এ সময় একাডেমির পরিচালক তাজুল ইসলাম, কোচ সুগা মুরমুসহ কিশোর আলো পরিবারের সদস্য, প্রথম আলোর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়দের হাতে বৃত্তির প্রথম কিস্তির টাকা তুলে দিচ্ছেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। মঙ্গলবার সকালে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাঙ্গাটুঙ্গীর খুদে ফুটবলারদের পাশে কিশোর আলো
মাঠজুড়ে বল নিয়ে খুদে শিক্ষার্থীদের কাড়াকাড়ি। কোচ বাঁশিতে ফুঁ দিলেই থেমে যাচ্ছে বল। আবার কোচের বাঁশি। আবার মাঠে গড়াচ্ছে বল। হঠাৎ সেখানে এল সাদা রঙের একটি মাইক্রোবাস। সেদিকে এগিয়ে এলেন কোচ। গাড়ি থেকে নামলেন কিশোর আলোর একদল কর্মী।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী গ্রামের জঙ্গলবিলাশ মাঠে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে এভাবে সাক্ষাৎ করতে আসেন সম্পাদক আনিসুল হকের নেতৃত্বে কিশোর আলোর একদল কর্মী।
এ সময় একাডেমির পরিচালক তাজুল ইসলাম, কোচ সুগা মুরমুসহ কিশোর আলো পরিবারের সদস্য, প্রথম আলোর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির খুদে খেলোয়াড়দের হাতে বৃত্তির প্রথম কিস্তির টাকা তুলে দিচ্ছেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। মঙ্গলবার সকালে