বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “আমার এবং ভাটি এলাকার দুঃসময় কেটে গেছে। আল্লাহর রহমতে ধানের শীষের মনোনয়ন পেয়ে আমি নতুন আশার আলো দেখছি।”

শনিবার (৮ নভেম্বর) বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ফজলুর রহমান বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে হাওরকে মনের মতো করে সাজানো হবে।”

মনোনয়ন পাওয়ার পর হাওর এলাকায় এটিই ছিল ফজলুর রহমানের প্রথম জনসমাগমমূলক অনুষ্ঠান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই অষ্টগ্রাম পাইলট স্কুল মাঠে উপচে পড়া ভিড় জমে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.

এম. শাহিন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন প্রমুখ।

ঢাকা/রুমন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফজল র রহম ন ব এনপ

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের পতনে সপ্তাহ শুরু

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৬ কার্যদিবস পুঁজিবাজারে পতন ঘটেছে। এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার পয়েন্টের ঘরে নেমে এসেছে, যা চার মাস আগের অস্থানে নেমে এসেছে।

এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

আরো পড়ুন:

২২ বিনিয়োগকারীকে ৪০০ কোটি টাকা অর্থদণ্ড হাইকোর্টে বহাল

বিএসইসির নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। রবিবার সকালে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে লেনদেন শুরুর ১১ মিনিটের পর থেকে সূচকের পতন লক্ষ্য করা যায়। লেনদেন শেষ পর্যন্ত পতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল। গত কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমে গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে। এর আগে চলতি বছরের ৩ জুলাই ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ১৬.৬০ পয়েন্ট কমে ১ হাজার ২২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৮১ পয়েন্ট কমে ১ হাজার ৯২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৪টি কোম্পানির, কমেছে ৩২৯টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

এদিন, ডিএসইতে মোট ৪০২ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৭৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে ৮৭০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১১.৩৮ পয়েন্ট কমে ১২ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪২টি কোম্পানির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত আছে ৪টির।

সিএসইতে ২২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ