কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে প্রযুক্তির জগৎ। কয়েক বছর আগেও যেখানে চ্যাটজিপিটি বা জেমিনি এআইয়ের মতো মডেলগুলো শুধু সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারত, এখন সেই প্রযুক্তিই এমন সব জটিল পরীক্ষায় সফল হচ্ছে, যেগুলোতে পাস করতে মানুষের বছরের পর বছর প্রস্তুতি নিতে হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, উন্নত এআই মডেলগুলো বিশ্বের অন্যতম কঠিন পেশাগত পরীক্ষা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের (সিএফএ) সব ধাপ মাত্র কয়েক মিনিটে সম্পন্ন করেছে। এমনকি অত্যধিক কঠিন হিসেবে পরিচিত পরীক্ষার তৃতীয় ধাপও অনায়াসেই পাস করেছে এআই। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অব বিজনেস ও এআইচালিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গুডফিনের যৌথ গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষণায় অংশ নেওয়া ২৩টি উন্নত এআই মডেলের মধ্যে ছিল ওপেনএআইয়ের ও৪-মিনি, অ্যানথ্রপিকের ক্লড ওপাস, ডিপসিকের আর১ এবং গুগলের জেমিনাই ২.

৫ ফ্ল্যাশ। গবেষকেরা জানান, পরীক্ষার ফলাফল ছিল বিস্ময়কর। এই মডেলগুলো শুধু পরীক্ষায় উত্তীর্ণই হয়নি, এগুলো মানুষের তুলনায় খুবই কম সময়েই তা সম্পন্ন করেছে।

সিএফএ ইনস্টিটিউটের পরিচালিত এই পরীক্ষা বিনিয়োগ ব্যবস্থাপনা খাতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ যোগ্যতাগুলোর একটি। সিএফএ পরীক্ষার তিনটি ধাপ সম্পন্ন করতে সাধারণত কয়েক বছর সময় লাগে। প্রতিটি ধাপের প্রস্তুতিতে গড়ে এক হাজার ঘণ্টার মতো পড়ালেখা করতে হয়। নতুন গবেষণায় দেখা গেছে, পোর্টফোলিও ব্যবস্থাপনা, সম্পদ পরিকল্পনা ও ঝুঁকি বিশ্লেষণের মতো জটিল বিষয়ে এআই এখন মানুষের মতোই দক্ষতা দেখাতে পারছে।

গবেষকেরা জানিয়েছেন, এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে ‘চেইন অব থট প্রম্পটিং’ পদ্ধতি। এ পদ্ধতিতে এআই ধাপে ধাপে যুক্তি ও বিশ্লেষণ সাজিয়ে উপস্থাপন করতে পারে। ফলে প্রবন্ধধর্মী প্রশ্ন বা বিশ্লেষণধর্মী সমস্যা সমাধানে মডেলগুলো মানুষের মতো ভাবনাচিন্তা করতে পারে। তবে পরীক্ষায় পাস করলেও এআই এখনো সিএফএ চার্টার পাওয়ার যোগ্য নয়। মানুষের মতো পটভূমি ও উদ্দেশ্য অনুধাবনের ক্ষমতা এআইয়ের নেই। সিএফএ ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের অন্তত চার হাজার ঘণ্টা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, দুজন পেশাগত ব্যক্তির রেফারেন্স এবং ব্যবহারিক দক্ষতার প্রশিক্ষণ থাকতে হয়।

আরও পড়ুনবিখ্যাত টুরিং পরীক্ষায় পাস করল চ্যাটজিপিটির নতুন এআই মডেল০৪ এপ্রিল ২০২৫

গুডফিনের সহপ্রতিষ্ঠাতা আনা জু ফি জানিয়েছেন, এআই বিনিয়োগ ব্যবস্থাপনা খাতকে আমূল পরিবর্তন করতে পারে। তবে পটভূমি ও উদ্দেশ্য বোঝা বা মানুষের মতো আচরণ ও দেহভঙ্গি বিশ্লেষণের ক্ষেত্রে এআই এখনো অনেক পিছিয়ে রয়েছে। এখানেই মানুষের শক্তি।

সূত্র: ইন্ডিয়া টুডে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ন ষ র মত প স কর পর ক ষ স এফএ

এছাড়াও পড়ুন:

‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন মাইমুনা মম। নাটক, ধারাবাহিক এবং চলচ্চিত্র-সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। অবশেষে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী।

শুক্রবার (২১ নভেম্বর) মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে।

আরো পড়ুন:

বিয়েতে কনে উপহার পেলেন ১০০ খাটাশ

ভিন্ন ধর্মের একটি বিয়ে নিয়ে গাইবান্ধায় শোরগোল

ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

রাফায়েল ও মম জানান, দেড় বছর আগে তাদের পরিচয়। এই সময়টায় তারা একে অপরকে জানার সুযোগ পান—ঘোরাঘুরি, কথা বলা, মানসিক বোঝাপড়া সবই হয়েছে পরস্পরের সঙ্গে। প্রায় দেড় মাস আগে সম্পর্কটি প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারকে জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরিবারও তাদের সিদ্ধান্তে সম্মতি জানায়।

রাফায়েল আহসান ২০১৪ সালে নির্মাণ করেন ‘নয়ছয়’ নামের সিনেমা। কয়েক বছর ধরে তিনি প্রযোজনায় নিয়মিত। তার প্রযোজিত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে—‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’। এ ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কাঠপেন্সিল’ চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।

মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বলেন, “মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। খুব স্বাভাবিক, সবার থেকে আলাদা। তাই মনে হয়েছে, ওকে নিয়ে ভবিষ্যতের পথচলা সহজ ও সুন্দর হবে।”

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন মম। এর আগে, তিনি টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

রাফায়েলকে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মম বলেন, “রাফায়েলের সততা আমাকে সবচেয়ে বেশি টানে। কথাবার্তায় কোনো রাখঢাক নেই। খুব স্ট্রেট ফরোয়ার্ড মানুষ। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে নতুন পরিকল্পনা করার তার স্বভাবটা আমার খুব ভালো লাগে।”

এ মুহূর্তে দেশের দুই টিভি চ্যানেলে মম অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে—আরটিভিতে ‘ঘুরিতেছে পাঙ্খা’ ও ‘ম্যানেজ মাস্টার’, দীপ্ত টিভিতে ‘খুশবু’।

ঢাকা/রাহাত

সম্পর্কিত নিবন্ধ