মানুষের চেয়ে কম সময়ে সিএফএ পরীক্ষায় পাস করেছে এআই
Published: 8th, October 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে প্রযুক্তির জগৎ। কয়েক বছর আগেও যেখানে চ্যাটজিপিটি বা জেমিনি এআইয়ের মতো মডেলগুলো শুধু সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারত, এখন সেই প্রযুক্তিই এমন সব জটিল পরীক্ষায় সফল হচ্ছে, যেগুলোতে পাস করতে মানুষের বছরের পর বছর প্রস্তুতি নিতে হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, উন্নত এআই মডেলগুলো বিশ্বের অন্যতম কঠিন পেশাগত পরীক্ষা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের (সিএফএ) সব ধাপ মাত্র কয়েক মিনিটে সম্পন্ন করেছে। এমনকি অত্যধিক কঠিন হিসেবে পরিচিত পরীক্ষার তৃতীয় ধাপও অনায়াসেই পাস করেছে এআই। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অব বিজনেস ও এআইচালিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গুডফিনের যৌথ গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষণায় অংশ নেওয়া ২৩টি উন্নত এআই মডেলের মধ্যে ছিল ওপেনএআইয়ের ও৪-মিনি, অ্যানথ্রপিকের ক্লড ওপাস, ডিপসিকের আর১ এবং গুগলের জেমিনাই ২.
সিএফএ ইনস্টিটিউটের পরিচালিত এই পরীক্ষা বিনিয়োগ ব্যবস্থাপনা খাতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ যোগ্যতাগুলোর একটি। সিএফএ পরীক্ষার তিনটি ধাপ সম্পন্ন করতে সাধারণত কয়েক বছর সময় লাগে। প্রতিটি ধাপের প্রস্তুতিতে গড়ে এক হাজার ঘণ্টার মতো পড়ালেখা করতে হয়। নতুন গবেষণায় দেখা গেছে, পোর্টফোলিও ব্যবস্থাপনা, সম্পদ পরিকল্পনা ও ঝুঁকি বিশ্লেষণের মতো জটিল বিষয়ে এআই এখন মানুষের মতোই দক্ষতা দেখাতে পারছে।
গবেষকেরা জানিয়েছেন, এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে ‘চেইন অব থট প্রম্পটিং’ পদ্ধতি। এ পদ্ধতিতে এআই ধাপে ধাপে যুক্তি ও বিশ্লেষণ সাজিয়ে উপস্থাপন করতে পারে। ফলে প্রবন্ধধর্মী প্রশ্ন বা বিশ্লেষণধর্মী সমস্যা সমাধানে মডেলগুলো মানুষের মতো ভাবনাচিন্তা করতে পারে। তবে পরীক্ষায় পাস করলেও এআই এখনো সিএফএ চার্টার পাওয়ার যোগ্য নয়। মানুষের মতো পটভূমি ও উদ্দেশ্য অনুধাবনের ক্ষমতা এআইয়ের নেই। সিএফএ ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের অন্তত চার হাজার ঘণ্টা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, দুজন পেশাগত ব্যক্তির রেফারেন্স এবং ব্যবহারিক দক্ষতার প্রশিক্ষণ থাকতে হয়।
আরও পড়ুনবিখ্যাত টুরিং পরীক্ষায় পাস করল চ্যাটজিপিটির নতুন এআই মডেল০৪ এপ্রিল ২০২৫গুডফিনের সহপ্রতিষ্ঠাতা আনা জু ফি জানিয়েছেন, এআই বিনিয়োগ ব্যবস্থাপনা খাতকে আমূল পরিবর্তন করতে পারে। তবে পটভূমি ও উদ্দেশ্য বোঝা বা মানুষের মতো আচরণ ও দেহভঙ্গি বিশ্লেষণের ক্ষেত্রে এআই এখনো অনেক পিছিয়ে রয়েছে। এখানেই মানুষের শক্তি।
সূত্র: ইন্ডিয়া টুডে
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ন ষ র মত প স কর পর ক ষ স এফএ
এছাড়াও পড়ুন:
না.গঞ্জ সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩০ কেজি ইলিশ জব্দ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে আনুমানিক ৩০ কেজি ইলিশ মাছ জব্দ। জব্দকৃত মাছ এতিমখানা বিতরণ।
বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ'র নেতৃত্বে সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন মাছের বাজার ও আড়ৎ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে বাজার হতে আনুমানিক ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, মা ইলিশ রক্ষায় ০৪ অক্টোবর ২০২৫ হতে শুরু হওয়ায় এই অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অব্যাহত থাকবে।