নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, গোগনগর ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলতে চাই আপনারা দলকে ভালোবাসেন না, আপনারা চেয়ারকে ভালোবাসেন, পথকে ভালোবাসেন।

কিন্তু একটা বিষয় মনে রাখবেন দল না থাকলে আপনার চেয়ার থাকবে না, পথও থাকবে না। তখন সেটা আপনাদের ইজ্জতের লড়াই হয়ে দাঁড়াবে, সম্মানের লড়াই হয়ে দাঁড়াবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন গোগনগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন 
বুধবার ( ৮  অক্টোবর) বিকেল নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই কর্মীসভার আয়োজন করা হয়। 

তিনিবল, শুনে রাখুন, গোগনগর হলো বিএনপির ঘাঁটি। এই গোগনগরে আপনাদের কমিটিতে যে সমস্যা রয়েছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেই জটিলতা সমাধান করুন। প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিন, জনগণের সঙ্গে সম্পর্ক রাখুন। কারণ সামনে নির্বাচন আপনাদেরই বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, বিএনপিকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, আজকের এই সভাটি একটি কর্মীসভা। এর আগেও আমরা ঠিক এই জায়গাতেই কর্মীসভা করেছিলাম, যেখানে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। অথচ তখন সময়টা ছিল ফ্যাসিবাদী নির্যাতনের, জেল-জুলুমের সময়। সেই প্রতিকূল পরিবেশেও আপনারা কর্মীসভা সফল করেছিলেন।

কিন্তু আজকের পরিস্থিতি নিজেরাই দেখুন আজ আপনাদের মধ্যে কী সমস্যা তৈরি হয়েছে? আজ অনেক নেতৃবৃন্দের উপস্থিতি নেই। আপনারা যদি শুধু সভাপতি, সেক্রেটারি বা কয়েকজন ইউনিয়ন নেতার উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে সামনে অগ্রসর হওয়া কঠিন হবে। তাই আজকের এই উপস্থিতিই আপনাদের সামনে প্রশ্ন হিসেবে রেখে গেলাম আপনারা নিজেরা চিন্তা করুন।

তিনি গোগনগর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, গোগনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে আগামী ১৭ তারিখের মধ্যে সদর থানার আহ্বায়কের কাছে দাখিল করবেন। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আপনাদের পথ থাকবে কিনা সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।

তিনি আরও বলেন, আপনারা স্লোগান দেন খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ কিন্তু মন থেকে দেন না। যদি সত্যিকার অর্থে মন থেকে স্লোগান দিতেন, তাহলে আজ গোগনগরের এই অবস্থা দেখতে হতো না। এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ান, মানুষের দুঃখ-কষ্ট লক্ষ্য করুন, সাধারণ জনগণ কী চায় সেটা অনুধাবন করুন।

আর নয়, সামনে যে লড়াই আসছে, সেটা হবে আরও কঠিন। মনে রাখবেন, গত ১৬ বছর আমরা ফ্যাসিবাদীদের হাতে যেভাবে নির্যাতিত হয়েছি, তার চেয়েও ভয়াবহ হতে পারে আগামী দিনগুলো। তাই এখনই ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন, জনগণের সঙ্গে সংযোগ বাড়ান।

পরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে গোগনগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক,গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ- সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ফকির, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান লিমন, মো. লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান,  বিএনপি নেতা জামাল হোসেন, আব্দুল লতিফ, কবির হোসেন, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পপি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ র স ন ব এনপ র উপস থ ত সদর থ ন আপন দ র রহম ন ক রহম আপন র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬ 

নারায়ণগঞ্জে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানা এলাকার মদনগঞ্জে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

ভূমিকম্পে হুড়োহুড়িতে আহত ২৯ শ্রমিক এখনো হাসপাতালে

হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

দগ্ধরা হলেন- ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) এবং নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রহিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিমেন্ট কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হয়। পাশে থাকা ছয়জন দগ্ধ হন। দ্রুত তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ছয়জনের শরীররই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬ 
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটলের চিহ্ন
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারে ফাটলের চিহ্ন
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারে ফাটলের চি
  • মাসুদুজ্জামানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ
  • মামুন মাহমুদকে গাড়ি উপহার দেইনি : মান্নান  
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল
  • বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া
  • না’গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ 
  • সদর থানার মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড