নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস উপলক্ষে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ বুধবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়ে ১১ বছর ধরে ত্বকী হত্যা মামলার বিচার বন্ধ রাখা হয়েছিল। ঘাতক ওসমান পরিবারের বিচার না করে শেখ হাসিনা তাঁদের বারবার পুরস্কৃত করেছেন। শেখ হাসিনা দেশের বিচারব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছেন, তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এখনো হয়নি। বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান ঘটলেও ভিন্নমতের ওপর উগ্রবাদীদের দমননীতি চলছেই।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, এখনো সংস্কৃতি ও ধর্মীয় ভিন্নমতের ওপর আঘাত হানা হচ্ছে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, বাউল মেলা ও মাজারে হামলা করছে, নারীরা তাদের আক্রমণের শিকার হচ্ছেন—অথচ সরকার নীরব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরীন। বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, সিপিবির জেলা সভাপতি শীবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের জেলার সংগঠক সেলিম মাহমুদ ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

বক্তারা বলেন, ১৯৭৩ সালে ওসমান পরিবার জাকসুর সাধারণ সম্পাদক রোকনকে হত্যা করেছিল আর ২০১৩ সালে তারা ত্বকীকে হত্যা করে। আজমেরী ওসমান বিদেশে পালিয়ে গেলেও তাঁর অনুসারীরা এখনো নারায়ণগঞ্জে নানা অপকর্মে জড়িত। প্রশাসনের উদাসীনতার কারণে তাঁদের আশ্রয়-প্রশ্রয় অব্যাহত আছে।

২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ র‍্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং অভিযোগপত্র অচিরেই আদালতে দেওয়া হবে। কিন্তু এত বছর পরও সেই অভিযোগপত্র জমা পড়েনি। ত্বকী হত্যার বিচার ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ওসম ন

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিউজরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, নারায়ণগঞ্জের মানুষের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সমস্যার কারন চিহ্নিত করেছে পুলিশ। যানজট নিরসন করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্বিক দিক বিবেচনা করে পুলিশ কাজ শুরু করেছে। মাদক, ছিনতাই,ডাকাতি, কিশোর গ্যাংয়ের রাহাজানি ও সন্ত্রাসী কর্মকান্ড জিরো টলারেন্সে আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।পরিচ্ছন্ন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার। 

এসময় উপস্থিতি ছিলেনজেলাপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোঃ হাসিনুজ্জামান। এছাড়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাব যানজট নিরসনে জেলা পুলিশকে সবধরণের সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃঞ্চ রায়।

মতবিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেননারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতিরুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, হাফিজুর রহমান মিন্টু, মাকসুদুর রহমান কামাল, সালাম জুবায়ের, রফিকুল ইসলাম রফিক, আমির হুসাইন স্মিথ, মো: শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, জামাল উদ্দিন বারী, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মোশতাক আহমেদ শাওন, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো: সাইফুল ইসলাম সায়েম। 

সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে, পিপিএম (বার) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • স্বপ্ন দেখি টেকসই, স্মার্ট ও আধুনিক নারায়ণগঞ্জ: অধ্যাপক আলিয়ার
  • ফতুল্লায় দু’পা বিচ্ছিন্ন নয়ন হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর   
  • বন্দরের কবি ও সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার
  • জনপ্রিয়তা বাড়ছে শিল্পপতি প্রাইম বাবুলের
  • ফতুল্লায় হত্যাকান্ডের শিকার নয়নের বিচ্ছিন্ন দু পা উদ্ধার, গ্রেপ্তার ৬
  • বন্দর ইউনিয়ন বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ 
  • শহরের তামাকপট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
  • না’গঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়