সিদ্ধিরগঞ্জে বলাৎকারের অভিযোগ মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনি
Published: 8th, October 2025 GMT
সিদ্ধিরগঞ্জে দশ বছরের এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ পেলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক ও মাদরাসার প্রিন্সিপালকে গণপিটুনি দেয়।
বুধবার (৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ওই মাদরাসার শিক্ষক মো.
ঘটনাটি পরদিন ছাত্রটি মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে জানালে তিনি কাউকে কিছু না বলতে ভয় দেখান বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি বুধবার রাতে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ক্ষিপ্ত এলাকাবাসী রাত পৌনে ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক ও প্রিন্সিপালকে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এলাকাবাসী উত্তেজিত ছিল। অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ম দর স
এছাড়াও পড়ুন:
জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে মুখোমুখি হবে না বাংলাদেশ-ফিলিস্তিন: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামী বছরের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না।
জাতিসংঘে প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘ইন্টারেস্টিং হচ্ছে যে এ নিয়ে আপনাদের যত আগ্রহ, ফিলিস্তিনে তত আগ্রহ নেই। ফিলিস্তিনিরা এটা নিয়ে অত আগ্রহী না। আপনারা ও সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে চর্চা করা হচ্ছে।’
তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমি শুধু আপনাদের বলব, নির্বাচন হবে ২০২৬ সালের জুনে। নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না।’
সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ বছর চারেক আগেই প্রার্থিতা ঘোষণা করেছিল। প্রতিদ্বন্দ্বী হলো সাইপ্রাস। অনেক পরে এসে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেনি ফিলিস্তিন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের জন্য ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশের ভেতরে ও বাইরে প্রচার চলবে। এ পদের জন্য বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মনোনীত করা হয়েছে।
সাধারণ পরিষদে সাধারণত পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে পালাক্রমে সভাপতি নির্বাচিত হন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পালা এবার। এ অঞ্চল থেকে বাংলাদেশ, ফিলিস্তিন ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করছে।
আরও পড়ুনভারতের পররাষ্ট্রসচিবের মন্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা৫ ঘণ্টা আগেএর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এ দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
আরও পড়ুনবিদেশে বাংলাদেশের অবশিষ্ট কয়েকটি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ১৭ আগস্ট ২০২৫