সবজির দাম বেড়েছে, মাছ-মুরগির বাজারেও সুখবর নেই
Published: 10th, October 2025 GMT
দেশজুড়ে টানা বৃষ্টিপাতের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় সবজির দাম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, প্রায় সব সবজির দাম প্রতি কেজিতে গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। মাছ, মুরগি ও ডিমের বাজারেও সুখবর নেই। সবকিছুর দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নিউ মার্কেট ও রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। এ সপ্তাহে দেশি শশা ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০ টাকা, আমদানি করা গাজর ১১০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, সিম ১৬০ থেকে ১৮০ টাকা, কাঁচমরিচ ২০০ টাকা, ফুলকপি পিস ৮০ টাকা, বাঁধাকপি পিস ৭০ টাকা এবং প্রতিটি পিস জালি কুমড়া ও লাউ ৬০ থেকে ৭০ টাকা, জলপাই ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছের দাম
মাছের খাবারের দাম বৃদ্ধি ও উৎপাদন কম হওয়ায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। বাজারে এখন মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়। চাষের পাঙাস আকারভেদে কেজি ২২০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ৩০০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, শিং ৬০০ থেকে ৭০০ টাকা, বড় আকারের পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকায কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি ও ডিমের দামও বাড়তি
গত সপ্তাহের তুলনায় বেড়েছে মুরগি ও ডিমের দাম। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সোনালি জাতের মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
এ সপ্তাহেও মুদি পণ্য উচ্চমূল্যে স্থিতিশীল আছে। এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। রসুন ১৫০ থেকে ১৬০ টাকা এবং দেশি আদা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
যা বলছেন ক্রেতা-বিক্রেতারা
রাজধানীর সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী শফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেছেন, "এই সময়ে বাজারে শীতকালীন সবজি পুরোদমে চলে আসার কথা এবং দাম কমার কথা। এখন দেখছি উল্টো, দাম আরো বেড়েছে। তাই, চাহিদার তুলনায় কম কিনতে হচ্ছে। সবকিছুর দাম বাড়তি, আমাদের বেতন তো আর বাড়ে না। সরকারকে বলুন, আমাদের বেতন বাড়ানোর ব্যবস্থা করুন, নাহয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমান।”
রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজারের সবজি বিক্রেতা সাওন মিয়া এ প্রতিবেদককে বলেন, “গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাঁচা মরিচ বাদে সব সবজির দাম বেড়েছে। এখন ৬০ টাকার নিচে কোনো সবজি বিক্রি করতে পারছি না। অন্যান্য বছর এ সময়ে সবজির দাম কমতে শুরু করে। তবে, এবার বৃষ্টি বেশি হওয়ায় এখনো সবজির দাম কমছে না।”
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সবজ র দ ম ২০০ ট ক দ ম কম ৮০ ট ক ৬০ ট ক
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে যুবদলকর্মীকে হত্যা
ময়মনসিংহ নগরীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর পাটগোদাম বীজ মোড়ে পুলিশ বক্সের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর ১৩১ নম্বর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।
আরো পড়ুন:
গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
নিহতের বাবা সাইদুল হক বলেন, “পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কেউ তাকে বাঁচাতে আসেনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।”
ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছান বলেন, “রেদুয়ান জাহান রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারেএবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) শফিক উদ্দিন বলেন, “বিকেল সাড়ে ৩টার দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। ওই যুবকের হাটুর ওপরে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
ঢাকা/মিলন/মাসুদ