Prothomalo:
2025-11-27@04:04:56 GMT

আমি নেপোটিজমের ফল: রণবীর কাপুর

Published: 10th, October 2025 GMT

বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ নতুন নয়। তারকা পরিবারের কাউকে সামনে পেলেই গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেন অনেকে। তবে এক সাক্ষাৎকারে রাখঢাক না রেখে রণবীর কাপুর স্বীকার করে নিয়েছেন—তারকা পরিবারের সদস্য হিসেবেই তিনি বলিউডে এসেছেন। তবে অভিনেতা এ–ও মনে করিয়ে দেন, নিজের জায়গা ধরে রাখতে তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
নির্মাতা সুভাষ ঘাইয়ের ফিল্ম ইনস্টিটিউট হুইসলিং উডস মুম্বাইয়ে আয়োজন করেছে ‘সেলিব্রেট সিনেমা ২০২৫’ উৎসবে। গতকাল বৃহস্পতিবার সেখানে হয় রাজ কাপুর ও গুরু দত্তকে নিয়ে বিশেষ একটি আলোচনা। সেখানে হাজির হয়ে রণবীর কাপুর নানা বিষয়ে কথা বলেন।

‘আমার জীবন সহজ ছিল’
‘আমি নেপোটিজমের ফলেই এসেছি, এটা সত্য। আমার জীবনটা অনেক সহজ ছিল, তবে আমাকে সব সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে। কারণ, আমি বুঝতে পেরেছি যে আমি এমন একটি পরিবারের সন্তান; যদি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি না থাকে, নিজের নামে পরিচিত না হই, তবে চলচ্চিত্র সফল হতে পারব না’, বলেন রণবীর।
অনুষ্ঠানে রণবীর আরও বলেন, ‘আপনারা আমার পরিবারের অনেক সাফল্য উদ্‌যাপন করেন, তবে অনেক ব্যর্থতাও আছে। যেমনটা সাফল্য থেকে শিখি, ব্যর্থতা থেকেও শেখার আছে।’

রণবীর কাপুর। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রণব র ক প র পর ব র র

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: দুদকের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ