রাকসু নির্বাচনের ফল আসতে ১৫ ঘণ্টা লাগতে পারে: রাবি উপাচার্য
Published: 16th, October 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় ১৫ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা কেন্দ্র পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে উপাচার্য এ কথা জানান।
আরো পড়ুন:
রাকসুর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে: পর্যবেক্ষণ দল
রাকসু: ‘এক ঘষাতেই’ মুছে গেছে অমোচনীয় কালির দাগ
তিনি বলেন, “রাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হতে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে। রাত সাড়ে ৮টার দিকে গণনা শুরু হয়েছে। ব্যালট পেপারগুলো গুছিয়ে ওএমআর মেশিনে তোলা গেলে সময় কিছুটা কম লাগবে।”
ভোটে প্রার্থীদের নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এটা এক ধরনের ভোটের উৎসব ছিল। কিছু অভিযোগ পাওয়া গেছে—যেমন অমোচনীয় কালি মুছে যাওয়া, কিছু ব্যালটে স্বাক্ষর থাকা বা লিফলেট পাওয়া গেছে। তবে এসব অভিযোগে ভোটগ্রহণের স্বচ্ছতা নষ্ট হয়নি। জাল ভোট বা বড় ধরনের অনিয়মের কোনো অভিযোগ পাইনি।”
এক কেন্দ্রে আগে থেকে ব্যালটে স্বাক্ষর করে রাখার ব্যাপারে তিনি বলেন, “ভোটার উপস্থিতি বেশি থাকলে প্রিজাইডিং অফিসার আগে থেকেই কিছু ব্যালটে স্বাক্ষর করে রাখতে পারেন। তবে যেহেতু অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই করবে।”
উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, “এই ভোট ছাত্র-ছাত্রীদের। তারা সন্তুষ্ট, আর তাদের সন্তুষ্টিই আমার সন্তুষ্টি।”
এদিকে রাত ১০টা পর্যন্ত তিনটি হল সংসদের ব্যালটের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। দ্রুত সময়ের মধ্যে এই হলগুলোর ফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
মোস্তফা কামাল আকন্দ বলেন, “মেয়েদের তিনটি হল সংসদের ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এগুলোর ফল ঘোষণার পর আপনারা বুঝতে পারবেন, একটার পর একটা ফলাফল আসতে কত সময় লাগবে।”
ঢাকা/কেয়া/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য ট গণন
এছাড়াও পড়ুন:
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হুমকি
লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসুকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন এ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিকস কার্যালয়ে এ হামলা হয়।
আহত আবুল বাশার বসু বিকেবি ব্রিকস ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাহার উদ্দিন মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে, সংগঠনে তার পদের বিষয়ে জানা যায়নি।
ভুক্তভোগীরা জানিয়েছেন, আবুল বাশার বসু মটবি এলাকায় এলজিইডির প্রায় ১ কোটি টাকা বরাদ্দের একটি রাস্তা সংস্কারের কাজ করছেন। বাহার উদ্দিন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু, আবুল বাশার বসু ওই টাকা দিতে রাজি হননি। চাঁদা না দেওয়ায় বাহার তার অনুসারীদের নিয়ে আবুল বাশার বসুর ইটভাটায় যান। সেখানে আবুল বাশার বসুর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন বাশার। এ সময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখান বলে অভিযোগ উঠেছে। পরে তারা সেখান থেকে চলে যান। আহত আবুল বাশার বসুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদ বলেছেন, বাহার চাঁদাবাজ ও ইয়াবার কারবারি। সে মূলত আমাকে মারতে এসেছে এবং আমাকে পিস্তল ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাশার বসুকে মারধর করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেছেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে হাসপাতালে পর্যেবেক্ষণে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ঢাকা/লিটন/রফিক