দীর্ঘদিনের কাফ ইনজুরি থেকে সেরে উঠে মাঠে ফিরতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। চলতি মাসের শেষ দিকে ভারত সফরে ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি। বর্তমানে পাকিস্তানে চলমান টেস্ট সিরিজে ইনজুরির কারণে বাইরে আছেন বাভুমা। আর ওয়ানডে দলেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে যেন ভারত সফরের আগেই পুরোপুরি ফিট হয়ে নেতৃত্ব দিতে পারেন। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দুইটি চারদিনের ম্যাচের মধ্যে দ্বিতীয়টিতে তাকে পাওয়া যাবে।

দক্ষিণ আফ্রিকা ১৪ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি–টোয়েন্টি খেলবে। এটি তাদের পরপর দ্বিতীয় উপমহাদেশ সফর, পাকিস্তান সফরের পর। একই সঙ্গে এটি ২০২৫–২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেরও দ্বিতীয় বিদেশ সফর।

আরো পড়ুন:

বিশ্রামের দিনে চেনা ডেরায় নতুন পরিচয়ে স‌্যামি

হিলির সেঞ্চুরিতে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজে খেলতে গিয়ে কাফ ইনজুরিতে পড়ায় বাভুমা দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা রক্ষার শুরুটা মিস করেছেন।

‘এ’ দলের চারদিনের ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন টপ-অর্ডার ব্যাটার মার্কেস অ্যাকারম্যান। দলে আছেন টেস্ট স্কোয়াডে থাকা জুবায়ের হামজা ও প্রেনেলান সুব্রায়েন। যারা বর্তমানে পাকিস্তানে টেস্ট খেলছেন। লাহোর টেস্টে ৯৩ রানে হারের ম্যাচে খেলেছিলেন সুব্রায়েন। এছাড়া জাতীয় দলের হয়ে হোয়াইট বল ক্রিকেট খেলা পেসার কোডি ইউসুফও রয়েছেন এই দলে।

দুইটি চারদিনের ম্যাচই অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে, ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত।

এরপর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল রাজকোটে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। সেই সিরিজে ইনজুরি কাটিয়ে ফিরছেন কিশোর বামহাতি পেসার কোয়েনা মাফাকা। যিনি পাকিস্তান সফরের হোয়াইট-বল ম্যাচগুলোতে খেলতে পারেননি হ্যামস্ট্রিং সমস্যার কারণে।

বাভুমার এই প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি। বিশেষ করে ভারত সফরের মতো কঠিন চ্যালেঞ্জের আগে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সফর র ইনজ র

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ