ইংল্যান্ডে পৌঁছে হামজা বললেন, ‘পরিশ্রম করেছি, ফল আসেনি’
Published: 16th, October 2025 GMT
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলে গত পরশু হংকং থেকে ইংল্যান্ডের বিমান ধরেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নতুন বার্তা দিয়েছেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার।
এ মাসে ফিফার আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের জার্সিতে দুই ম্যাচ খেলেছেন হামজা। হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচের একটিতে ৪–৩ গোলে হেরেছে বাংলাদেশ, আরেকটি ১–১ গোলে ড্র করেছে।
সেই দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়ে আজ নিজের ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘যেভাবে আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম, সেভাবে ফল আসেনি। তবে সব সময়ের মতোই বাংলাদেশের হয়ে, এই দলটার হয়ে খেলতে পেরে গর্বিত।’
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে ২ গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন ১ গোল।
এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে দুই ড্রয়ে ২ পয়েন্ট পেয়েছে হাভিয়ের কাবরেরার দল। বাদ পড়লেও এখনো দুই ম্যাচ বাকি।
১৮ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে আবার আসবেন হামজা। সেটিও জানিয়ে রাখলেন তিনি, ‘এই সফরে (অক্টোবরে ঢাকায় আসা) ইতিবাচক অনেক কিছু পেলাম। ইনশা আল্লাহ, নভেম্বরে আবার দেখা হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হুমকি
লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসুকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন এ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিকস কার্যালয়ে এ হামলা হয়।
আহত আবুল বাশার বসু বিকেবি ব্রিকস ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাহার উদ্দিন মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে, সংগঠনে তার পদের বিষয়ে জানা যায়নি।
ভুক্তভোগীরা জানিয়েছেন, আবুল বাশার বসু মটবি এলাকায় এলজিইডির প্রায় ১ কোটি টাকা বরাদ্দের একটি রাস্তা সংস্কারের কাজ করছেন। বাহার উদ্দিন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু, আবুল বাশার বসু ওই টাকা দিতে রাজি হননি। চাঁদা না দেওয়ায় বাহার তার অনুসারীদের নিয়ে আবুল বাশার বসুর ইটভাটায় যান। সেখানে আবুল বাশার বসুর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন বাশার। এ সময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখান বলে অভিযোগ উঠেছে। পরে তারা সেখান থেকে চলে যান। আহত আবুল বাশার বসুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদ বলেছেন, বাহার চাঁদাবাজ ও ইয়াবার কারবারি। সে মূলত আমাকে মারতে এসেছে এবং আমাকে পিস্তল ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাশার বসুকে মারধর করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেছেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে হাসপাতালে পর্যেবেক্ষণে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ঢাকা/লিটন/রফিক