এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলে গত পরশু হংকং থেকে ইংল্যান্ডের বিমান ধরেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নতুন বার্তা দিয়েছেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার।

এ মাসে ফিফার আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের জার্সিতে দুই ম্যাচ খেলেছেন হামজা। হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচের একটিতে ৪–৩ গোলে হেরেছে বাংলাদেশ, আরেকটি ১–১ গোলে ড্র করেছে।

সেই দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়ে আজ নিজের ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘যেভাবে আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম, সেভাবে ফল আসেনি। তবে সব সময়ের মতোই বাংলাদেশের হয়ে, এই দলটার হয়ে খেলতে পেরে গর্বিত।’

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে ২ গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন ১ গোল।

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে দুই ড্রয়ে ২ পয়েন্ট পেয়েছে হাভিয়ের কাবরেরার দল। বাদ পড়লেও এখনো দুই ম্যাচ বাকি।

১৮ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে আবার আসবেন হামজা। সেটিও জানিয়ে রাখলেন তিনি, ‘এই সফরে (অক্টোবরে ঢাকায় আসা) ইতিবাচক অনেক কিছু পেলাম। ইনশা আল্লাহ, নভেম্বরে আবার দেখা হবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ২ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের নামে থাকা সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৯ নভেম্বর) দুদক সূত্র জানায়, নোটিশ পাঠানোর ২১ কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। না হলে আইন অনুযায়ী তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পৃথক নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে কমিশন বিশ্বাস করেছে যে তারা জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ ও সম্পত্তির মালিক হয়েছেন।

দুদক আইন, ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী তাদের, তাদের স্ত্রীর এবং নির্ভরশীল ব্যক্তির নামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে কমিশনের নির্ধারিত ফরমে দাখিল করতে হবে।

দুদক সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা বা মিথ্যা তথ্য দেওয়া হলে ধারা ২৬(২) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৭ এপ্রিল সুপ্রিম কোর্টের তিন আইনজীবী দুদকে ডা. মাহমুদুল হাসান ও তুহিন ফারাবি বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ এনে অনুসন্ধানের আবেদন করেন। এরপর এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আর গত ২১ মে সাবেক এই দুই কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

গত ২৭ মে তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের নামে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেন আদালত। তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে চিকিৎসক বদলি, টেন্ডার ও প্রশাসনিক তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ