পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিতব্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় তারা এ সিদ্ধান্ত জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন:

রবিবার রাঙামাটিতে হরতালের ডাক

বাগেরহাটে চলছে হরতাল, বাস চলাচল বন্ধ

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম বলেন, জাতির অধিকার আদায়ে এ সফলতা পিসিসিপির একার নয়, শান্তিকামী প্রতিটি মানুষের। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ে পিসিসিপি একবিন্দু ছাড় দিবে না। বিকেলে বৈঠক স্থগিত হওয়ার চিঠি দেওয়ায় আগামী রবিবার (১৯ অক্টোবর) ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

তারা আরো বলেন, পরবর্তীতে যদি পিসিসিপি'র আট দফা বাস্তবায়ন না করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আবারো বৈঠক করার চেষ্টা করে, তাহলে পিসিসিপি তা প্রতিহত করবে।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করে পিসিসিপি। সেখানে আগামী রবিবার হরতাল কর্মসূচির ঘোষণা দেয় তারা।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈঠক স্থগিতের বিষয়টি জানানো হয়।

ঢাকা/শংকর/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হরত ল রব ব র হরত ল

এছাড়াও পড়ুন:

প্রাপ্তবয়স্কদের এই নতুন বাংলা সিনেমায় আসলে কী আছে

চলচ্চিত্র পরিচালকেরা বরাবরই বলে থাকেন, ‘সপরিবার ছবিটি দেখতে আসুন।’ তবে ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ নির্মাতা জয়ব্রত দাশ বলছেন, ‘ছবিটি সপরিবার দেখবেন না’; সিনেমার পোস্টারেও বিধিসম্মত সতর্কীকরণটি জুড়ে দিয়েছেন তিনি।

৫টি কিংবা ১০টি নয়, ৫৪টি দৃশ্য বদলের পর সিনেমাটিকে ‘অ্যাডাল্ট’ সনদ দিয়েছে সার্টিফেকেশন বোর্ড। সাম্প্রতিককালে এতগুলো দৃশ্য বদলের পরও ‘অ্যাডাল্ট’ সনদ পাওয়ার ঘটনা কলকাতার সিনেমায় দেখা যায়নি।

সিনেমার পোস্টার

সম্পর্কিত নিবন্ধ