রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার
Published: 17th, October 2025 GMT
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিতব্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় তারা এ সিদ্ধান্ত জানিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
রবিবার রাঙামাটিতে হরতালের ডাক
বাগেরহাটে চলছে হরতাল, বাস চলাচল বন্ধ
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম বলেন, জাতির অধিকার আদায়ে এ সফলতা পিসিসিপির একার নয়, শান্তিকামী প্রতিটি মানুষের। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ে পিসিসিপি একবিন্দু ছাড় দিবে না। বিকেলে বৈঠক স্থগিত হওয়ার চিঠি দেওয়ায় আগামী রবিবার (১৯ অক্টোবর) ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
তারা আরো বলেন, পরবর্তীতে যদি পিসিসিপি'র আট দফা বাস্তবায়ন না করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আবারো বৈঠক করার চেষ্টা করে, তাহলে পিসিসিপি তা প্রতিহত করবে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করে পিসিসিপি। সেখানে আগামী রবিবার হরতাল কর্মসূচির ঘোষণা দেয় তারা।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈঠক স্থগিতের বিষয়টি জানানো হয়।
ঢাকা/শংকর/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হরত ল রব ব র হরত ল
এছাড়াও পড়ুন:
তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ বা ১১ ডিসেম্বর দুপুরে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে। এটি একটি রেওয়াজ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হয়। ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হলে পরদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
ইসি সচিব আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে একটি সংশোধনী ছিল প্রবাসীদের ভোট তথা পোস্টাল ব্যালট পদ্ধতি কী হবে, কোন কোন ব্যালট বাদ যাবে। এটি উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।
আখতার আহমেদ বলেন, গতকাল বুধবার দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে তাদের নিবন্ধন দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দল দুটি হলো বাংলাদেশ জনতার দল ও আম জনতার দল। এই দুটি দলের বিষয়ে কোনো আপত্তি আছে কি না, তা জানতে চেয়ে আগামীকাল শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।