সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন
Published: 18th, October 2025 GMT
সুশাসনের জন্য নাগরিক সুজন এর নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৮ অক্টোবর শনিবার নারায়ণগঞ্জের আলী আহমদ চুলকা নগর পাঠাগার ও মিলন আয়তনের পাতাল মেঝেতে সুজন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জেলা সাবেক সভাপতি ধীমান সাহা জুয়েল ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়কারী জিল্লুর রহমান।
আজ সভার প্রথম অধিবেশনে সুজন নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ বন্দর ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তা সদস্য গণ মতামত পর্বে অংশগ্রহণ করেন।
উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবের প্রেক্ষিতে চলমান নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনে সকলে একমত পোষণ করেন ।
দ্বিতীয় অধিবেশনে সুজন সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি সহ অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সরাসরি প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৭ গঠন করা হয় ।
উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনে সভাপতি হিসেবে ধীমান সাহা জুয়েলকে পুনরায় এবং সদ্য বিলুপ্ত কমিটির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।
কেন্দ্রীয় সহ সমন্বয়কারী জিল্লুর রহমান কমিটির ঘোষণা দেন নব নির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে ওমর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম টিটু,সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,, অর্থ সম্পাদক , দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু, কার্যনির্বাহী সদস্য মোঃ মোক্তার হোসেন, অ্যাডভোকেট তানহা রহমান, জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ, সাবিত আল হাসান, মোঃ আবু সাঈদ, মোঃ আল আমিন আলী, মোঃ নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া ও মজিবুর রহমান প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন ন র য়ণগঞ জ জ ল র রহম ন ল ইসল ম কম ট র
এছাড়াও পড়ুন:
কোনো ভাড়াটিয়া শিল্পপতিদের আমাদের দলে প্রয়োজন নেই : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল নেতাকর্মীদেরকে বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। অনেক খেলা দেখছেন, অনেকেই নমিনেশন পেয়ে যাচ্ছেন, অনেক কথা হচ্ছে। কিন্তু আপনারা নিশ্চিত থাকেন আমাদের মাঠ থেকে দলীয় মনোনয়ন পাবে। যারা বিগত ১৬টি বছর নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে তারাই নমিনেশন পাবে।
আমরা ইনশাল্লাহ কোন ভাড়াটিয়ার প্রয়োজন নেই বিএনপিতে। কোন শিল্পপতিদেরও প্রয়োজন নাই। আমাদের দলকে আমরাই নেতৃত্ব দিতে সক্ষম। গত ১৫ বছর কিন্তু কোন ব্যক্তিকে আমরা আমাদের পাশে পাই নাই। এমনকি নেতাকর্মীরাও তাদেরকে পাশে পায় নাই।
তারা অনেকেই আজকে মায়া কান্না দেখাচ্ছে এটা আমাদের বুঝতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন আমাদের মাঠের নেতাদের মধ্যে যে কোন একজন মনোনয়ন পাবে এবং ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল শহরের মন্ডলপাড়ায় ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, বর্তমান সময়ে আমরা কিন্তু নির্বাচন মুখী। আমরা গত ৩ বছরে মহানগর বিএনপিকে ঢেলে সাজিয়েছি। প্রতিটি ওয়ার্ড ও পাড়ামহলায় আমরা বিএনপির কর্মী তৈরি করে রেখেছি। যেসকল ত্যাগী নেতাকর্মীরা রয়েছে তারা সকল ইউনিটের সকল পাড়া মহল্লায় নেতাকর্মীদ সুসংগঠিত ও বিএনপির পক্ষে জনম তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ত্যাগী নেতাকর্মীরা বিএনপি নিবেদিত প্রাণ। আগামী দিনে নারায়ণগঞ্জে বিএনপি ও ধানের শীষের প্রার্থী যেই হবে তার পক্ষে কাজ করে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমরা এই নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আজকে একটি দল এ নির্বাচনকে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। তারা ধর্মের কথা বলে ধর্মকে বিক্রি করে। শুধু তাই নয় বড় বড় আলেমরাও কিন্তু বলে জামায়াতে ইসলামী মদিনার ইসলাম করে না।
তারা কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাঃ এর যে ইসলাম সেই ইসলামের মধ্যে নাই। তারা হল মৌদুদী ইসলাম, সেই ইসলাম আমরা মানি না। তারা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে মৌদুদীর ইসলাম কায়েম করবে। সুতরাং আমরা সেটা হতে দেব না।
মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপিরযুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা জামাল, ডা. মজিবুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেম, সদস্য আনোয়ার হোসেন, জনি, আউয়াল হোসেন, রিপন, এমদাদ, মাসুদ রানা, অপু, জুম্মান, আকরাম, কাদির হোসেন প্রমুখ।