বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Published: 19th, October 2025 GMT
ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) এক শিক্ষার্থী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।
মামলাটি গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারায় করা হয়। এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সাভারের কমলাপুরের গোয়ালিওপাড়া এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
জুলাই সনদ স্বাক্ষরের দিন সংঘর্ষের ঘটনায় এবার ধানমন্ডি থানায় মামলা
এতিমখানার কোটি টাকা আত্মসাৎ, সমাজসেবা কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
মামলায় অভিযুক্তরা হলেন—সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিও (৩৭), বার্নার্ড রোজারিওর ছেলে বিপ্লব রোজারিও (৪০) এবং মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে মিসু বিশ্বাস (৩৫)। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিসুর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ১৪ অক্টোবর রাত ৮টার দিকে সাভারের বেগুনবাড়ি এলাকায় টিউশন শেষে বাসায় ফেরেন ওই শিক্ষার্থী। গিয়ে দেখেন, বাসা তালাবদ্ধ। পরে জানতে পারেন, তার মা তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। দোকান থেকে চাবি নিয়ে ফেরার সময় পথে সোহেল রোজারিও ও বিপ্লব রোজারিও থামিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। তরুণী বিষয়টি এড়িয়ে বাসার পথে এগোলে তারা অনুসরণ করে এবং পরিচিতির কথা জানায়।
একপর্যায়ে তিনজন মিলে মেয়েটিকে জোর করে একটি মাঠে নিয়ে যায়। সেখানে সোহেল রোজারিও ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে ভয়ভীতি দেখিয়ে গোয়ালিওপাড়ার নিজ বাড়িতে নিয়ে যান। পরে সোহেল রোজারিও সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় অন্য দুই আসামি তাকে সহযোগিতা করেন। ধর্ষণের পর ঘটনাটি জানালে হত্যা করার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো.
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ
ঘটনার পাঁচ দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকার মিরপুর-১২ নম্বর এলাকায় বিক্ষোভ করেছেন বিইউপির শিক্ষার্থীরা। পরে তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। তারা আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
ঢাকা/সাব্বির/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে গালাগাল, ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন রাব্বি। অনেকদিন ধরেই বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে, বিদেশ যাত্রায় যে পরিমাণ টাকার প্রয়োজন, তা তার কাছে নেই।
বাধ্য হয়ে বিভিন্ন এনজিওসহ এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরলেও কেউ তাকে ঋণ দিয়ে সাহায্য করেননি। মানসিকভাবে ভেঙে পড়া এই ব্যক্তি ক্ষোভ থেকে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে প্রচার হলে তা মুহূর্তে ভাইরাল হয়।
আরো পড়ুন:
১৬ দিন ধরে বন্ধ আটলংকা বাজারের ২০টি দোকান
৩ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে ৫০০ টাকায় মাইক ভাড়া করে এ কাণ্ড ঘটান রাব্বি। ফেসবুকে সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন তিনি।
ভিডিওতে রাব্বি অভিযোগ করেন, গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন। এক লাখ টাকা জোগাড় করতে না পারায় তিনি যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে লোনের আবেদন করলেও কেউ দেয়নি। উল্টো তার নামে এলাকার মানুষজন খারাপ কথা ছড়িয়েছে।
রাব্বি দাবি করেন, এলাকার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিদেশযাত্রায় বাধা দিয়েছে। এজন্যই উত্তেজনার বশে তিনি মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন।
অবশ্য, এরপর রাব্বি ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, “প্রথমে ক্ষমা চাইছি- আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি শুনুন।”
রাব্বি জানান, তিনি বিবাহিত, তার একটি ছোট ছেলে আছে। পরিবারের দেখাশোনা ও ছেলের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন।
ভিডিওতে তিনি ভিসার কাগজ দেখিয়ে জানান, ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। মানুষের কারণে আগে দুইবার ভিসা নষ্ট হয়েছে। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে রাব্বি অটোরিকশা চালাচ্ছেন,পাশাপাশি বিকাশের কাজ করছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অনেকে ভিডিওটি দেখে কিছুটা অপমানিত ও বিস্মিত হয়েছেন। কেউ কেউ আবার রাব্বির মানসিক কষ্ট ও পারিবারিক চাপের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন।
ঢাকা/রুমন/মাসুদ